আন্তর্জাতিক
- বিদেশে আড়াই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ তুলে ইউনূস প্রশাসন হাসিনা ও তার পুত্রের নামে তদন্ত শুরু করেছে। এই তদন্তের কারণে হাসিনাকে ভারতের কাছ থেকে‘প্রত্যর্পণ’ চাওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে হাসিনা ও তাঁর পরিবারের কয়েকজনের নামে ন’টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতিরও তদন্ত কমিশন গঠিত হয়েছে। অন্য দিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করতে রেড কর্নার নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে ঢাকার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত।
দেশ
- আরজি কর কাণ্ডে নতুন করে জুনিয়ার ডাক্তারদের সংগঠন প্রতিবাদে নেমেছে। তাঁরা অবস্থান বিক্ষোভ করতে চান। বিচারপতি তীর্থঙ্কর দত্ত ২৬ ডিসেম্বর পর্যন্ত চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু সিঙ্গল বেঞ্চর ওই রায়কে প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কে মান্যতা দিল। ডাক্তাররা দিন-রাতের অবস্থান চালিয়ে যেতে চান। ধর্মতলার মেট্রো চ্যানেলে। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় ৯০ দিন পেরিয়ে গেলেও সিবিআই চার্জশিট দিতে না পারায় নতুন করে প্রতিবাদে নেমেছেন জুনিয়র ডাক্তার ফ্রন্ট।
- ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে পাঞ্জাবের কৃষকদের দাবিদাওয়া নিযে আন্দোলন। কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশনে নেমেছেন। ২৮ দিনে পা রেখেছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষিঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘ দিন ধরে কৃষকদের আন্দোলন চলছে।
খেলা
- ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি গুরুতর অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। ঠিক কী হয়েছে তা এখনও জানা যায়নি। তবে এই ক্রিকেটারের সাহায়্যে এগিয়ে এসেছেন তাঁর একদা সহযাত্রীরা। কপিল দেব এবং গাওস্কর বলেছেন, তাঁরা কাম্বলিকে সুস্থ দেখতে চান। তবে কিছু কাল আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর যখন তখন মূত্র বার হয়ে যাচ্ছিল। এর আগে ২০১৩ সালে দু বার হার্ট অপারেশন করতে হয়েছিল। সে সময় সচিন তেণ্ডুলকর সহায়তা করেছিলেন। ভারতের হয়ে নয় বছর ক্রিকেট খেলেছেন কাম্বলি। ৩৫টি শতরান করেছেন। এক সময় সব থেকে প্রতিভাবান ক্রিকেটার বলা হত। তাঁর উচ্ছৃঙ্খল জীবন ক্রমশ তাঁকে ক্রিকেটের দুনিয়া থেকে ছিটকে দেয়।
বিবিধ
- শান্তিনিকেতনে শি্ল্প প্রদর্শনীতে এসে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় জল নিয়ে সমাজে এক বড় ধরেনর অসাম্যতার কথা তুলে ধরলেন। তিনি বলেছেন, জল নিয়ে ভীষণ অসাম্য ও অপচয় রয়েছে। সেই সঙ্গে রয়েছে প্রবল জলসঙ্কট। বহু মানুষ আজও পরিস্রুত জল সঠিক ভাবে পান না। তাই তাঁরা সেভাবেই বাঁচতে বাধ্য হন। অনেকের পরিস্রুত জল পাওয়ার সুযোগ কম। এই বিশেষ দিক নিয়ে আলোচনা উল্লেখযোগ্য।