এবার চেক প্রজাতন্ত্রে বন্দুকবাজের হামলায় নিহত হলেন ১৫ জন। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ের মধ্যেই হামলা চালায় দর্শন বিভাগের একজন পড়ুয়া। তার হামলায় সেখানেই ১৫ জন প্রাণ হারান। জখম হয়েছেন অন্তত ৩০ জন। পরে আততায়ীরও মৃতদেহ উদ্ধার হয়েছে। সে প্রাগ থেকে ২১ কিলোমিটার দূরে থাকতো। তার বয়স ২৪ বছর । হামলার কারণ জানা যায়নি। তিন দশক আগে স্বাধীন চেক প্রজাতন্ত্র গঠন হওয়ার পর এই প্রথম কোন আততায়ীর হাতে এতজন নিহত হলেন সেখানে। পুলিশের দাবি, এর সঙ্গে সন্ত্রাসবাদের কোন যোগ নেই।
দক্ষিণ বাজার খান ইউনিস শহরের বিস্তীর্ণ অংশ খালি করে দেওয়ার জন্য নির্দেশ দিল ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। প্রসঙ্গত, প্রথমে হামাস জঙ্গিদের সন্ধানে তারা উত্তর গাজায় হামলা চালায়। তখন উত্তর গাজার লক্ষ লক্ষ বাসিন্দা দক্ষিণ গাজায় এবং খান ইউনিস সহ বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছিলেন। এখন সেইসব জায়গাতেই হামলা চালাচ্ছে ইজরায়েল।
জাতীয়
নতুন দণ্ড সংহিতা বিল পাস হলো রাজ্যসভায়। এর আগে তা লোকসভায় পাস হয়েছিল। একই সঙ্গে এদিন রাজ্যসভায় পাস হলো টেলিকম বিল। এটি একদিন আগে লোকসভায় পাস হয়েছিল। এখানে বলা আছে জাতীয় নিরাপত্তার স্বার্থে যেকোনো টেলিকম নেটওয়ার্ক পরিষেবা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে কেন্দ্রীয় সরকার। মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল এদিন পাস হলো লোকসভায় এটি আগে রাজ্যসভায় পাস হয়েছিল। সংসদের উভয় কক্ষেই অনুমোদিত হওয়ার ফলে রাষ্ট্রপতির স্বাক্ষর পাওয়া গেলেই এই বিলগুলি আইনে পরিণত হবে। প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিনে এই বিলগুলি যখন অনুমোদিত হলো তখন লোকসভা ও রাজ্যসভার ১৪৬ জন বিরোধী সংসদ সাসপেন্ড ছিলেন।
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় রাজৌরীর ডেরা কি গলি এলাকায় গভীর অরণ্যে সন্ত্রাসবাদীদের হামলায় শহীদ হলেন চারজন সেনা জওয়ান। ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের দুটি গাড়ির ওপর এই হামলা চালানো হয়। এই ঘটনার দায়িত্ব স্বীকার করেছে লস্কর ই তৈবার অন্যতম সংগঠন ‘দা পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট’।
খেলা
পারলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ৭৮ রানে জয়ী হলো ভারত। এর ফলে সিরিজে ২১ ব্যবধানে জয়ী হল ভারত। এদিন শতরান করলেন ভারতের সঞ্জু স্যামসন। তিনি তিনি ১১৪ বলে ১০৮ রান করেন। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল।
ভারতের বিরুদ্ধে মহিলাদের টেস্ট ক্রিকেটের একমাত্র ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করল ২১৯ রান। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এরপর ভারত এক উইকেট হারিয়ে করেছে ৯৮ রান।
কুস্তি থেকে অবসর নিলেন সাক্ষী মালিক। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে ব্রিজভূষণ শরণ সিংহের ঘনিষ্ঠ সঞ্জয় সিং নির্বাচিত হয়েছেন। সংস্থার ১৫টি পদের মধ্যে তেরোটিতে জয়ী হয়েছেন ব্রিজভূষণের ঘনিষ্ঠ ব্যক্তিরা। ব্রিজভূষণের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি, এই অভিযোগে শেষ পর্যন্ত কুস্তিকে বিদায় জানালেন অলিম্পিক পদক জয়ী সাক্ষী।
বিবিধ
ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে দশটি কালো বাঘ রয়েছে গোটা দেশে মোট কালো বাঘের সংখ্যা ও তাই কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী অশ্বিনী চলবে এই তথ্য জানিয়েছেন।