কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জুলাই ২০২৩

447
0
Current Affairs 21st July

আন্তর্জাতিক
  • প্রাকৃতিক গ্যাস অথবা নতুন কোন ধাতুর খোঁজে ভূপৃষ্ঠে গভীর গর্ত খুঁড়তে শুরু করল চিন। এর গভীরতা হবে ১০৫২০মিটার। চিনের সিচুয়ান প্রদেশে সেখানকার ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন এই খনন কার্য শুরু করেছে। অর্থাৎ মাউন্ট এভারেস্টের থেকেও গভীর হবে এই খনন কাজ।
  • ব্রিটেনে উপনির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ আসনে হেরে গেল শাসক দল কনজারভেটিভ পার্টি। তারা সেলবি এবং আইনস্টি আসনে হেরেছে। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এই দুটি আসনে পরাজিত হলো কনজারভেটিভরা। এই দুটি আসন জিতে নিয়েছে লেবার পার্টি।
  • বিশ্বে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন ৫১৯ কোটি মানুষ। অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ৬৪.৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এদের মধ্যে বেশির ভাগই কোন না কোন সমাজ মাধ্যমে রয়েছেন। ভারতে প্রতি তিনজনের মধ্যে একজন সমাজমাধ্যমে রয়েছেন। মধ্য আফ্রিকায় প্রতি ১১ জনের মধ্যে একজন সমাজ মাধ্যমে ব্যবহার করেন। সিঙ্গাপুরের একটি ডিজিটাল উপদেষ্টা সংস্থা এই তথ্য প্রকাশ করল।
জাতীয়
  • ভারত সফরে এলেন শ্রীলংকার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে। এদিন নয়া দিল্লির বিজ্ঞানভবনে তাঁর সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত আর্থিক দুর্দশায় প্রায় ডুবে যাওয়া শ্রীলঙ্কার পাশে থেকেছে ভারত। তাদের সাড়ে তিনশ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্যও করেছে ভারত।
  • বারানসীতে জ্ঞানবাপী মসজিদের কার্বন ডেটিং করতে পারবে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। এই নির্দেশ দিল বারানসী জেলা আদালত। তবে সেখানকার মসজিদের অজুখানায় থাকা শিব লিঙ্গ বাদে বাকি অংশের জন্য এই কার্বন ডেটিং এর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ১৬৬৯ খ্রিস্টাব্দে এই মসজিদটি প্রতিষ্ঠা হয়। তার আগে সেখানে একটি মন্দির ছিল বলে দাবি করেছেন মামলাকারীরা। কার্বন রেটিং পরীক্ষার মাধ্যমে এই প্রশ্নের মীমাংসা হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • দুই জুন তারিখে ওড়িশার বাহানাগা বাজারে রেল দুর্ঘটনার জন্য সিগন্যাল সার্কিটের গন্ডগোল দায়ী বলে সংসদে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত পাঁচ বছরে সিগন্যাল ব্যবস্থায় এরকম ১৩ টি দৃষ্টান্ত পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত ভারতে ১৩২১৫ টি ট্রেন রয়েছে, এর মধ্যে মাত্র ১২১ টিতে রয়েছে অ্যান্টি কলিশন ডিভাইস।
খেলা
  • পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস শেষ হলো ৪৩৮ রানে। এদিন শত রান (১২১) করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৫৫ মাস পরে দেশের বাইরে তিনি টেস্টে শত রান পেলেন। এটি কোহলির ২৯ তম টেস্ট শতরান। তিনি স্পর্শ করলেন ডন ব্র্যাডম্যানের শত রানের রেকর্ড। এটি ছিল কোহলির ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ আর সেখানেই তিনি ৭৬ তম আন্তর্জাতিক শতরান করলেন।
  • কুড়ি বছরের কম বয়সী ছেলেদের জন্য দেশজুড়ে নতুন একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত জানালো সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ।
  • মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট ফুটবলে স্পেন ৩-০ গোলে হারিয়ে দিল কোস্টারিকাকে। অন্যদিকে অলিম্পিকে সোনা জয়ী কানাডা এবং নাইজেরিয়ার ম্যাচ ড্র হল। প্রসঙ্গত আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি (১৯০) গোল করেছেন যে ক্রিস্টিন সিনকলেয়ার সিনক্লেয়ার তিনি এই কানাডা দলেরই সদস্য।
বিবিধ
  • ১৯৫০ সালে মার্থা ম্যানক নামে একজন শিক্ষিকাকে চিঠি লিখেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। সেই চিঠি নিলামে তুলছে একটি মার্কিন সংস্থা। নিলামের প্রাথমিক দর রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় এক কোটি টাকার বেশি।