কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জুলাই ২০২৪

165
0
Current Affairs 21st July

আন্তর্জাতিক
  • আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। বাইডেন তাঁর এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন। ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তাঁর জায়গায় উঠে এসেছে কমলা হ্যারিসের নাম। বাইডেনের এই সিদ্ধান্তে সুবিধা হল ডোনাল্ড ট্রাম্পের।
  • টানা রক্তক্ষয়ী আন্দোলনের শেষে অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশের কোটা বিরোধী ছাত্রআন্দোলনকারীদের জয় হল। রবিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য আগের ৩০ শতাংশ সংরক্ষণ কমে হল ৫ শতাংশ। ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। ১ শতাংশ জনজাতিদের জন্য, ১ শতাংশ প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত থাকবে।
জাতীয়
  • কেদার যাত্রার পথে মৃত্যু হল ৩ পুণ্যার্থীর।
  • সরকারি তথ্যের চেয়ে অনেক বেশি মানুষ ভারতে করোনার ঢেউয়ে মারা গিয়েছেন এ কথা জানিয়েছে একটি আন্তর্জাতিক জার্নাল। সেখানে দাবি করা হয়েছে ভারতে কোভিডে যত মানুষের মৃত্যু হয়েছে তার চেয়ে অন্তত ১২ লক্ষ মৃত্যু কম দেখানো হয়েছিল। ”সায়েন্স অ্যাডভান্স” জার্নালে গবেষকদের দাবি ২০২০ সালে ভারতে করোনায় নথিভুক্ত মৃত্যুর চেয়ে ১১.৯ লক্ষ বেশি মানুষ মারা গিয়েছে। এই তথ্যকে কেন্দ্রীয় সরকার মানতে চায়নি।
খেলা
  • আর দুদিন পরেই ২৬ জুলাই প্যারিস অলিম্পিক্স শুরু হচ্ছে। সেই উপলক্ষে প্যারিসের পথে অলিম্পিক মশাল নিয়ে পথ হাঁটলেন বিভিন্ন খেলোয়াড় ও প্রধান অতিথিরা। সেই মশাল মিছিলে শামিল হয়েছেন দক্ষিণ লেবাননের আলোকচিত্রী ক্রিশ্চিনা আসি। এই মহিলা সাংবাদিক যুদ্ধের ছবি তুলতে গিয়ে ভয়ানক আহত হয়েছিলেন।
  • সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার রিচা ঘোষ। এশিয়া কাপের শেষ চারে ওঠার রাস্তায় অনেকটাই এগিয়ে গেল ভারতীয় দল।
বিবিধ
  • কেনিয়ায় কলিন্স জুমাইসি খালুয়া নামে বছর ৩০ এর এক যুবক ২০২২ সাল থেকে এ পর্যন্ত ৪২ জন মহিলাকে খুন করেছেন। তিনি “ভ্যাম্পায়ার” নামে পরিচিত ছিলেন। এমনকী নিজের স্ত্রীকেও তিনি হত্যা করেছেন। গ্রেপ্তার হয়ে পুলিশি জেরায় স্বীকার করে নিয়েছেন।