কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জুন ২০২৪

162
0
Current Affairs 21st June

আন্তর্জাতিক
  • মাহা হুসেনি। প্যালেস্টাইনের এই তরুণী সাংবাদিককে দুঃসাহসী সাংবাদিকতার জন্য পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিল একটি মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল উইমেন্স মিডিয়া ফাউন্ডেশন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় গাজায় ইজরায়েলের হানাদারী এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি সামনে চলে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই এই হামলায় ইজরায়েলের পাশে থেকেছে। এখন পুরস্কার দানের ক্ষেত্রেও পক্ষপাতিত্বের এই বিষয়টি প্রকাশ্যে এলো বলে মনে করা হচ্ছে।
  • ব্রিটেনের সবথেকে ধনী পরিবার হিন্দুজা পরিবারের চার সদস্যকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিল সুইজারল্যান্ডের একটি আদালত প্রসঙ্গত ভারতীয় বংশধর হতো এই শিল্পপতি পরিবার বৃটেনের সব থেকে ধনী পরিবার। বর্তমানে তারা সুইজারল্যান্ডের নাগরিক। এই পরিবারের অন্যতম পুরুষ সদস্য প্রকাশ, তাঁর স্ত্রী, পুত্র ও পুত্রবধূ বাড়ির সহায়িকাদের সঙ্গে অমানবিক আচরণে দোষী সাব্যস্ত হয়েছেন।
জাতীয়
  • ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় নেয় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতের সাক্ষ্য বিধান আগামী ১ জুলাই থেকে সারাদেশে চালু হওয়ার কথা। গত ডিসেম্বর মাসে এই তিনটি বিধি সংসদের দুই কক্ষে পাস হয়েছে। দ্রুত বলবৎ না করে সর্বভারতীয় বৈঠক ডেকে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে তারপরে এই নতুন আইন চালু করার জন্য বিভিন্ন মহল থেকে আবেদন জানানো হলো কেন্দ্রীয় সরকারের কাছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এই দাবি জানিয়েছেন। এছাড়াও ১০৯ জন অবসরপ্রাপ্ত আইএএস এবং আইপিএস অফিসারও এই দাবি জানিয়েছেন।
  • সিএসআইআর ইউজিসি নেট বাতিল করে দিল কেন্দ্রীয় সরকার। আগামী ২৫ থেকে ২৭ জুন ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রশ্ন ফাঁসের আশঙ্কা থাকায় এই পদক্ষেপ নেওয়া হলো বলে জানা গেছে।
  • দিল্লিতে পানীয় জল সমস্যার সমাধানে যমুনা নদীতে হরিয়ানা থেকে আরো বেশি জল ছাড়ার দাবিতে অনশন আন্দোলন শুরু করলেন দিল্লির আম আদমি পার্টির সরকারের মন্ত্রী অতিশী।
খেলা
  • সেন্ট লুসিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ডাক ওয়ার্ক লুইস নিয়মে জয়ী হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্স কমিনস হ্যাটট্রিক করলেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম কেউ হ্যাটট্রিক করলেন । সবমিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম বোলার হিসাবে প্যাট হ্যাটট্রিক করলেন।
  • ইউরো কাপের ম্যাচে অস্ট্রেলিয়া ৩-১ গোলে হারিয়ে দিল পোল্যান্ডকে। অপর ম্যাচে ইউক্রেন ২-১ গোলে হারিয়ে দিল স্লোভাকিয়াকে।
  • কোপা আমেরিকায় জয় দিয়ে অভিযান শুরু করল আর্জেন্টিনা এদিন তারা ২-০ গোলে হারিয়ে দিল কানাডাকে।
বিবিধ
  • পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের রত্নভাণ্ডার শেষবার খতিয়ে দেখা হয়েছিল ১৯৭৮ সালে। এবছর রথের সময় জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে অবস্থানকালে আগামী ৮ জুলাই মন্দিরের ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে ভারতের পুরাতত্ত্ব সর্বক্ষণের আধিকারিকরা ওই রত্ন ভান্ডার খুলে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গেছে।
  • আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল বিশ্বজুড়ে। ভারতেও বিভিন্ন স্থানে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে এই দিবস পালন করা হয়েছে। এর মধ্যে কাশ্মীরে শ্রীনগরে ডাল লেকের ধারে শের ই কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে নয় হাজার মানুষের সঙ্গে যোগ ব্যায়াম করার অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।