কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জুন ২০২৩

schedule
2023-06-22 | 08:09h
update
2023-06-22 | 08:09h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • চলতি বছরেই সম্প্রীতি দেখানোয় নজির গড়েছিল পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত কায়েদ ই আজম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তারা সকলে হোলি খেলে পাকিস্তানের ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়েছিল। বিভিন্ন সামাজিক মাধ্যমে সেই হোলি খেলার দৃশ্য প্রচারিত হয়। এরপরই পাকিস্তানের যাবতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে হোলি খেলা নিষিদ্ধ করল পাকিস্তান। পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তানের সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী হোলি খেলা।
  • ডুবোজাহাজ টাইটানের খোঁজে অতলান্তিক মহাসাগরের ১৪৫০ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী। যুদ্ধবিমান সি ১৩০, পি ৩ উড়িয়েও চেষ্টা চলছে ডুবোজাহাজটি অনুসন্ধানের। কানাডার পূর্ব নিউফাউন্ডল্যান্ড- এর উপকূলে কেপ কড এলাকায় জাহাজ থেকে নামা পাঁচ জন যাত্রীকে নিয়ে সমুদ্রের অতলে ডুব দিয়েছিল ডুবোজাহাজ টাইটান। এই অভিযানের আগেরদিনও নির্বিঘ্নে ৫ জন যাত্রীকে নিয়ে সমুদ্রের তের হাজার ফুট গভীরতায় নেমে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখিয়ে এনেছিল ওই ডুবোজাহাজ।
Advertisement

জাতীয়
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরে আন্তর্জাতিক যোগ দিবসে সামিল হলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মানুষ। প্রধানমন্ত্রী নিজেও অর্ধচক্রাসন, বজ্রাসন, মকরাসন, ভুজঙ্গাসন প্রভৃতি ১১ টি যোগাসন করলেন। এদিন নিউইয়র্কে টুইটার সংস্থার সিইও এলেন মাস্কের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তার সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের বৈঠকের আগে মার্কিন কংগ্রেসের ৭৫ জন সদস্য বাইডেনের কাছে চিঠি লিখে দাবি জানালেন, তিনি যেন এই বৈঠকে ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে মোদীর কাছে জানতে চান।
  • মনিপুরে অশান্তি ছড়ানোর জন্য অনুপ্রবেশকারী জঙ্গিদের বিরুদ্ধে অভিযোগ উঠল। সেখানে মায়ানমার থেকে অনুপ্রবেশকারী কুকি জঙ্গিরা একটি আস্ত গ্রাম বানিয়ে ফেলেছে বলে অভিযোগ।
খেলা
  • সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভারত ৪-০ গোলে হারিয়ে দিল পাকিস্তানকে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এই ম্যাচে ভারতের হয়ে হ্যাটট্রিক করলেন অধিনায়ক সুনীল ছেত্রী। দেশের হয়ে এটি তাঁর চতুর্থ হ্যাটট্রিক। এর আগে ২০০৮ সালে তাজিকিস্তানের বিরুদ্ধে, ২০১০ সালে ভিয়েতনামের বিরুদ্ধে এবং ২০১৮ সালে চিনা তাইপের বিরুদ্ধে তিনি হ্যাটট্রিক করেছিলেন। ভারতের হয়ে সর্বোচ্চ হ্যাটট্রিক সুনীল ছেত্রীই করেছেন। ভারতের হয়ে এর আগে দুটি করে হ্যাটট্রিক করেছিলেন আই এম বিজয়ন এবং আপালারাজু।
  • হংকংয়ে আয়োজিত মেয়েদের প্রথম ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভভারত এদিন ফাইনালে ভারত হারিয়ে দিল বাংলাদেশকে।
  • আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে দিল সেনেগাল।
  • প্রয়াত ফুটবলার কৃষ্ণানু দে -এর নামে ইস্টবেঙ্গল মাঠের স্টেডিয়ামের নির্মীয়মান ভিভিআইপি লাউঞ্জ -এর নামকরণের সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব।
বিবিধ
  • নতুন নজির স্থাপিত হল শেয়ার বাজারে। এদিন ভারতের দুটি শেয়ার সূচকই নতুন উচ্চতায় পৌঁছেছে। শেয়ার সূচক সেনসেক্স এদিন পৌঁছেছে ৬৩৫২৩.১৫ অংকে। অন্য শেয়ার সূচক নিফটি পৌঁছেছে ১৮৮৫৬.৮৫ অংকে। এদিন আরও একটি রেকর্ড তৈরি হল ভারতীয় শেয়ার বাজারে। ভারতের শেয়ার সংস্থা বিএসই-তে নথিভূক্ত সংস্থাগুলির মোট শেয়ার মূল্য পৌঁছে গেল ২৯৪৪৯০৬৯.৬৩ কোটি টাকায়।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2024 - 00:20:46
Privacy-Data & cookie usage: