কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মে ২০২৪

233
0
Current Affairs 21st May

আন্তর্জাতিক
  • রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের মামলায় দোষী সাব্যস্ত হলেন রাশিয়ার পদার্থ বিজ্ঞানী আনাতলী মাশলভ। ৭৭ বছর বয়সি এই বিজ্ঞানীকে ১৪ বছরের কারাদণ্ড দিল মস্কোর একটি আদালত।
  • ব্রিটেনের সব থেকে বড় চিকিৎসা দুর্নীতির ঘটনায় সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। কয়েক দশক পুরনো এই কেলেঙ্কারির ঘটনায় সম্প্রতি ২৫০০ পাতার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। অভিযোগের সত্যতা মেনে নিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে ব্রিটেন সরকার। আনুমানিক ১৯৭০ থেকে আনুমানিক ১৯৯০ সাল পর্যন্ত এই ঘটনা ঘটেছে। এক্ষেত্রে ব্রিটেনের হাসপাতাল গুলিতে দুর্ঘটনা সন্তান প্রসব ও অন্যান্য অস্ত্রোপচারের সময় রোগীদের কার্যত পরীক্ষা ছাড়াই রক্ত ও প্লাজমা দেওয়া হয়েছে। জীবাণুমুক্ত সরঞ্জাম ছাড়াই হিমোফিলিয়ায় আক্রান্তদের প্লাজমা দেওয়া হয়েছে। এর ফল হয়েছে সুদূরপ্রসারী ৩০ হাজার মানুষ এইসব কারণে এইচআইভি-তে সংক্রমিত হয়েছেন। ২৭ হাজার জন হেপাটাইসিস সি-তে আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় সংসদে দাঁড়িয়ে সুনক বলেছেন, ‘এটি ব্রিটেনের কাছে চরম লজ্জার দিন, প্রশাসনের মাথায় যারা ছিলেন তারা সংক্রমণ বন্ধ করার সুযোগ পেয়েছিলেন কিন্তু তা করেননি।’
  • নেপালের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের শতবর্ষপূর্তি পালন করলো ব্রিটেন। ১৯২৩ সালে নেপালকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ব্রিটেন।
জাতীয়
  • পুনের ঘটনায় অবশেষে অভিযুক্ত নাবালকের বাবা আবাসন ব্যবসায়ী বিশাল আগরওয়ালকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। প্রসঙ্গত, পুনের ওই নাবালক ছাত্র বন্ধুদের নিয়ে বারে গিয়ে মদ্যপান করেছে এবং নম্বর বিহীন বহু মূল্য পোর্সে গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে ধাক্কা মেরে দুজন মোটরসাইকেল আরোহীকে হত্যা করেছে। এরপর থানা থেকে মাত্র ১৫ ঘণ্টায় জামিন পেয়ে যায় সে। থানাতেও তাকে পিৎজা, বিরিয়ানি খাইয়ে জামাই আদর করা হয়েছিল বলে অভিযোগ।
খেলা
  • বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে ভারতের সুমিত আন্টিল সোনা জিতলেন। তিনি ৬৯.৫০ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে এই পদক জিতেছেন।
  • ব্যাডমিন্টনের বিশ্ব ডাবল পুরুষদের রেংকিংয়ে এক নম্বর জায়গা পেল ভারতের জুটি সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।
  • ইউরো কাপ শেষ হওয়ার পরেই পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন বলে জানালেন জার্মান ফুটবলার টনি ক্রুজ। গত দশ বছর ধরে তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবে খেলছেন। ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল জয়ী জার্মানি দলের সদস্য তিনি।
বিবিধ
  • সামুদ্রিক খাবারের জন্য নিজস্ব পরিচিতি তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড চেন রেড লবস্টার। ১৯৬৮ সালে তৈরি হয়েছিল এই সংস্থা। কিন্তু নিজেদের দেউলিয়া ঘোষণা করে বন্ধ করে দেওয়া হলো সংস্থাটি।
  • ঝড় ঝাপটার কারণে চলন্ত বিমানের মধ্যে প্রাণ হারালেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি বোয়িং বিমানে। আকাশে একটি এয়ার পকেটে পড়েছিল বিমানটি।
  • পর্যটন সূচকে বিশ্বের ১১৯টি দেশের মধ্যে ভারতের স্থান ৩৯। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত ২০২৩ সালের পর্যটন উন্নয়ন সূচকে এই তথ্য পাওয়া গেছে এর আগের বার ভারতের স্থান ছিল ৫৪। এই সূচকের প্রথম ১০টি স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রিটেন, চিন, ইতালি ও সুইজারল্যান্ড।