কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ নভেম্বর ২০২৩

262
0
Current Affairs 29th November

আন্তর্জাতিক
  • সিরিয়ার গোলান হাইটস থেকে ইজরাইলি সেনা সরিয়ে ফেলার প্রস্তাবের পক্ষে রাষ্ট্রসঙ্ঘে আনা একটি প্রস্তাবে ভোট দিল ৯১ টি দেশ। ভারত, চিন এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ১৯৬৭ সাল থেকে দক্ষিণ-পশ্চিম সিরিয়ার এই অঞ্চলটি দখল করে রেখেছে ইজরায়েল।
  • গাজা ভূখণ্ড ভূখণ্ডে এদিনও বন্দী বিনিময় করেছে হামাস এবং ইজরায়েল তবে হামাস আরো যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করেছে কাতারে এই বিষয়ে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়েছে বৈঠকে কাতার মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নিয়েছে তবে দশ দিনের বেশি যুদ্ধ বিরোধী মানা হবে না বলে জানিয়েছে ইজরাইল। একটি সূত্র জানিয়েছে গাজা থেকে ২৩ লক্ষ নাগরিককে মিশরের সিনায় উপদ্বীপে আশ্রয় দেওয়ার জন্য মিশরের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইজরায়েল যদিও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফতে আল সিসি কোন প্যালেস্টাইনকে মিশরে জায়গা দিতে নারাজ।
জাতীয়
  • উত্তরাখণ্ডের উত্তরকাশীতে টানা ১৬ দিন মুখ বন্ধ সুড়ঙ্গে ৪১ জন শ্রমিকদের মধ্যে নেতা হয়ে উঠেছিলেন গব্বর সিং নেগী। তিনি গাড়োয়ালের বাসিন্দা। এই নিয়ে চতুর্থবার তিনি কোন নির্মীয়মান সুড়ঙ্গে আটকে পড়লেন। তিনি আটক শ্রমিকদের যোগব্যায়াম ও অন্যান্যভাবে চাঙ্গা রেখেছিলেন। সঙ্গীদের মধ্যে থেকে সবশেষে বেরিয়ে আসেন তিনিই । এই সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের বিষয়ে সুড়ঙ্গে বিশেষজ্ঞ আর্নল্ড বিক্সকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আলাদা করে গব্বর সিং নেগীর নামও উল্লেখ করেছেন। অন্যদিকে উদ্ধার কাজ নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি এলবামেজি। এদিকে উত্তরকাশী থেকে উদ্ধারের পর শ্রমিকদের হেলিকপ্টারে করে ঋষিকেশ এইমসে নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
  • শিখ নেতা গুরুপদ সিং পান্নুনকে মার্কিন যুক্তরাষ্ট্রের হত্যার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় যুক্ত ছিলেন একজন অনাবাসী ভারতীয়। মার্কিন সরকারের থেকে এই তথ্য পাওয়ার পর এই বিষয়ে একটি উচ্চপর্যায়ে তদন্ত কমিটি গঠন করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক।
খেলা
  • ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের উপর এই পুনরায় ভরসা রাখল ভারতের ক্রিকেট সংস্থা বিসিসিআই। ২০২১ সালে প্রথম ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
  • বিজয় হাজারে ট্রফির ম্যাচে বাংলা মধ্যপ্রদেশকে ১৯৩ রানে হারিয়ে দিল। বাংলার বোলারদের দাপটে মাত্র ৬১ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। ৪ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতে আপাতত নিজেদের গ্রুপের শীর্ষে রয়েছে বাংলা।
  • ২০২৪ সালে ভারতীয় ফুটবলের সুপার কাপ আয়োজিত হবে ওড়িশায়। জানুয়ারি মাসের ৯ থেকে ২৮ তারিখের মধ্যে ১৬ টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।
বিবিধ
  • নতুন রাজ্য গঠনের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিল একটি সংগঠন। তাদের নাম বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। তারা অসমে বসবাসকারী বাঙ্গালিদের জন্য আলাদা রাজ্য দাবি করেছে। অসমের কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা নিয়ে তারা পূর্বাচল রাজ্য গঠনের দাবি জানিয়েছে ওই সংগঠন।