গাজা ভূখণ্ডে যুদ্ধ শুরুর দীর্ঘ এক পক্ষকাল পর রাজার সঙ্গে নিজেদের সীমান্ত খুলে দিল মিশর। সেখান থেকে এদিন ত্রাণ ভর্তি কুড়িটি ট্রাক প্রবেশ করেছে গাজার অভ্যন্তরে। তবে প্রয়োজনের তুলনায় তা নিতান্তই অপ্রতুল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসঙ্ঘের স্বেচ্ছাসেবকরা। এদিকে পণবন্দি এক মার্কিন মহিলা এবং তার কন্যাকে মুক্তি দিয়েছে হামাস।
পাকিস্থানে অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে খুন হলেন কুখ্যাত জঙ্গি দাউদ মালিক। তিনি পাকিস্তানের প্রত্যন্ত ওয়াজিরিস্থানের লুকিয়ে থাকতেন, কখনোই প্রকাশ্যে আসবেন না। এরপর চিকিৎসার জন্য তিনি যখন শহরে আসেন তখনই তাকে হত্যা করা হয়। তিনি কুখ্যাত জঙ্গিগোষ্ঠী লস্কর ই জব্বার – এর প্রতিষ্ঠাতা। এই নিয়ে গত ১৯ মাসে বিদেশের মাটিতে ভারত বিরোধী কট্টর ১৭ জন জঙ্গি নিহত হলেন।
পাকিস্তানে ফিরলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পানামা পেপার কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর তিনি লন্ডনে চলে গিয়েছিলেন। প্রায় চার বছর তিনি সেখানেই ছিলেন। পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রাক্কালে তাঁর প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ।
জাতীয়
৮৭টি অনগ্রসর শ্রেণিকে ওবিসি তালিকাভুক্ত করার জন্য কেন্দ্রীয় ওবিসি কমিশনের কাছে দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে ৭৯ টি মুসলিম সম্প্রদায় এবং ৯টি হিন্দু ধর্ম সম্প্রদায়। তাদের এই তালিকাভুক্ত করার প্রাসঙ্গিকতা বিচার করতে এইসব সম্প্রদায়ের নথিপত্র চেয়ে রাজ্য সরকারকে নোটিশ জারি করল ওবিসি কমিশন।
মহাকাশ অভিযানে মানুষ পাঠানোর লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই অভিযানের নাম গগন যান। এই অভিযানের জন্য এদিন একটি পরীক্ষামূলক কর্মসূচি নেওয়া হয়েছিল , এর নাম এমার্জেন্সি এসকেপ সিস্টেম।এই পরীক্ষা সফল হয়েছে বলে জানা গেছে।
খেলা
ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ববি চার্লটন (৬৬) প্রয়াত হলেন। ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিলেন ববি। সেই বিশ্বকাপে অন্যতম সেরা ফুটবলার ছিলেন তিনিই। ইংল্যান্ডের হয়ে তিনি ১০৬টি ম্যাচ খেলেছিলেন। গোল করেছিলেন ৪৯ টি । ক্লাব ফুটবলে তিনি ১৭ বছর খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এই ক্লাবটির হয়ে মোট ৭৫৮ ম্যাচে ২ ৪৯ টি গোল করেছিলেন তিনি । বহুদিন ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব থেকে বেশি গোল করার রেকর্ড ছিল স্যার ববি চার্লটনের, পরে তা ভেঙে দেন ওয়েন রুনি।
আইএসএল প্রতিযোগিতায় ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচে এফসি গোয়ার কাছে হেরে গেল ইস্টবেঙ্গল। প্রথমে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু শেষে পরপর দুই গোল খেয়ে গোয়ার কাছে তারা হারল ১-২ গোলে।
বিবিধ
পশ্চিমবঙ্গে উৎসবের মরসুমে ৪৭২৭৫ টি দুর্গাপুজো কমিটিকে পুজোর জন্য সাময়িক বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে জানালো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। এজন্য ৯.৪৪ কোটি টাকা সিকিউরিটি ডিপোজিট বাবদ আয় হয়েছে তাদের। ২০ অক্টোবর তারিখের সন্ধ্যায় মোট চাহিদা ছিল ৭০৮০ মেগাওয়াট।