কারেন্ট অ্যাফেয়ার্স ২১ অক্টোবর ২০২৪

164
0
Current Affairs 14th November

আন্তর্জাতিক
  • ‘ আপনি আমার রাজা নন।‘ অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের একটি আমন্ত্রিত অনুষ্ঠানে গিয়ে এই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ওই অনুষ্ঠানের বাইরে এক আদিবাসী সেনেটর মিজ থর্প নামে এক মহিলা এই স্লোগান দেন। গলা চড়িয়ে বলতে থাকেন, ‘এই ভূমি আপনার না, আপনি আমার রাজা নন।‘  কমনওয়েলথভুক্ত দেশগুলোর একটি হচ্ছে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক ভাবে এখন যার প্রধান রাজা তৃতীয় চার্লস।
দেশ
  • আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশাপাশি চলছিল অনশন ধর্মট। সোমবার বিকেলে ১৭ দিন পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাঁরা সেই অনশন ধর্মঘট প্রত্যাহার করল জুনিয়র ডাক্তাররা। তবে, তাঁরা আলোচনায় খুশি নয়।
  • রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তা নিয়ে কেউ কেউ বলেছিলেন বাবরি মসজিদ ভাঙা ঠিক হয়নি। সে প্রসঙ্গেই বলতে গিয়ে বর্তমান প্রধান বিচারপতি ওয়াই বি চন্দ্রচূড় বলেছেন, “ঈশ্বরই অযোধ্যা মামলার পথ দেখিয়েছেন।“ এক অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা বলেছেন। অন্য দিকে সুপ্রিম কোর্টের অন্য এক মামলায় বিচারপতি সঞ্জীব খন্না বলেছেন, ধর্মনিরপেক্ষতা সংবিধানের মূল কাঠামোর মধ্যেই অঙ্গীভূত ছিল।
খেলা
  • মেক্সিকোয় তিরন্দাজি বিশ্বকাপে রুপো জিতলেন ভারতের দীপিকা কুমারী। প্রসঙ্গত তিন বছর পরে আবার এই মঞ্চে ফিরলেন দীপিকা।
  • বাংলার ১৯ গোল। মেয়েদের সিনিয়র ফুটবল প্রতিযোগিতায় সোমবার বাংলা ১৯-০ গোলে হারিয়ে দিল জম্মু ও কাশ্মীরকে। দলের হয়ে একাই ১০ গোল করেন সুলঞ্জনা রাউল।
বিবিধ
  • এই অক্টোবরেই দিল্লিতে পরিবেশ দূষণের মাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে গিয়েছে। আগামী দিনে শীতকালে যে কী পরিস্থিত ভয়াবহ হবে তার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। প্রতিবেশী দুই রাজ্য হরিয়ানা এবং পঞ্জাবের বিভিন্ন এলাকায় শস্য জ্বালানির কারণেই এই দূষণ মাত্রা বৃদ্ধি পায়। সরকার ইতিমধ্যেই দূষণ বিরোধী নানা পরিকল্পনা নিয়েছে। জরুরি পরিষেবা ছাড়া ডিজেল জেনারেটর চালানো নিষিদ্ধ। হোটেল, রেস্তোরাঁ এবং খোলা খাবারের দোকানগুলিতে কাঠকয়লার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গাড়ির দূষণ রোধ করতে রেড-লাইট অন গাড়ি অফ প্রচার চালাচ্ছে সরকার।
  • সোনার সঙ্গে লাফিয়ে বাড়ল রুপোর দাম। নতুন নজির গড়েছে সোনা। ১০ গ্রাম সোনার দাম কর দিয়ে ৮১ হাজার টাকা ছাড়িয়েছে। অন্য দিকে ধনতেরাসের বাজারে এক লক্ষ টাকা ছাড়িয়ে গেল রুপোর মূল্য। জিএসটি সহ এক কেজি রুপো ১০০,৭৮৫.৫ টাকা।