আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৮৪,২১৮ জন করোনায় সংক্রেমিত হলেন। মোট সংক্রমণ ও প্রাণহানির সংখ্যাতেও তারা বিশ্বে প্রথম স্থানে রয়েছে. ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন–এর সমীক্ষায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ফেব্রুয়ারিতে মার্কিন মুলুকে প্রাণহানির সংখ্যা ৫ লক্ষ অতিক্রম করে যাবে। এদিকে বিশ্বে ১১,৫০,৭০৬ জনের প্রাণ নিয়েছে করোনা। ৪,২৫,৮০,২৫৯ জন সংক্রমিত হয়েছেন করোনায়।
- পাকিস্তানে ইমরান খান সরকারকে ক্ষমতাচ্যুত করতে নতুন জোট গঠন করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের সমাবেশে লন্ডন থেকে ভিডিও মাধ্যমে বক্তৃতা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি চিকিৎসার জন্য ওখানে গিয়ে আর পাকিস্তানে ফেরেননি। দুর্নীতির মামলায় আদালত বার-বার তাঁকে ফিরতে নির্দেশ দিলেও তিনি তাতে কর্ণপাত করেননি। এদিন পাক প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, শরিফকে ফেরাতে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলবেন।
জাতীয়
- দেশে গত ২৪ ঘণ্টায় ৫৩,৩৭০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মোট সংক্রেমিত হয়েছেন ৭৮,১৪,৬৮২ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ৬৫০ জনের। মোট প্রাণহানি হয়েছে ১১৭৯ ৫৬ জনের। দেশে সুস্থতার হার ৮৯.৭৮ শতাংশ। মৃত্যুহার ১.৫১ শতাংশ।
- ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারির আগে ২ কোটি টাকা পর্যন্ত নেওয়া শিক্ষা, গৃহ, বাড়ি, ব্যক্তিগত কেনাকাটার এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের ঋণে ১ মার্চ থেকে ৩১ অগস্ট পর্যন্ত সুদ মকুব করার সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার। এ ক্ষেত্রে সুদের ওপর সুদ মকুব করা হয়েছে। এজন্য ৬৫০০ কোটি টাকা ব্যয় হবে কেন্দ্রীয় সরকারের।
বিবিধ
- কোভিড পরিস্থিতিতে ২০১৯-২০ অর্থবর্ষে আয়কর রিটার্ন জমার সময় বৃদ্ধি করে দিল কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে ৩০ নভেম্বরের পরিবর্তে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং যেসব ক্ষেত্রে অডিট দরকার হয় সেক্ষেত্রে ১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
খেলা
- মরসুমের প্রথম লা লিগায় এল ব্যাসিকোয় ৩-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদান রিয়ালের প্রশিক্ষক হওয়ার পর ক্যাম্প ন্যুতে ৬ ম্যাচে বার্সার বিরুদ্ধে ১৭ বছর ৩৫৪ দিনে গোল করে এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদতা হওয়ার নজির গড়লেন।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল