কারেন্ট অ্যাফেয়ার্স ২২ আগস্ট ২০১৮

schedule
2018-08-23 | 12:31h
update
2018-08-23 | 12:31h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • বিহারের হোমগুলিতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় নাম জড়িয়েছিল ‘সখী’ এবং ‘নারী গুঞ্জন’ নামক স্বেচ্ছাসেবী সংস্থার। তাদের পরিচালিত প্রতিটি হোমের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল। এরপর ওই দুই সংস্থাকে অনুদান দেওয়া বন্ধ করল মালালা ফান্ড।
  • ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলার শুনানি হবে বলে জানা গেল।
  • বন্যাত্রাণে বিদেশি সাহায্য প্রয়োজন নেই বলে জানাল কেন্দ্র। প্রতিটি দূতাবাস ও হাইকমিশনকে লিখিতভাবে একথা জানাল বিদেশ মন্ত্রক।

আন্তর্জাতিক

  • সরকারি দুই সংবাদমাধ্যম পাকিস্তান টিভি এবং রেডিও পাকিস্তানকে সম্পাদকীয় স্বাধীনতা দিল ইমরান খান সরকার। এতদিন এই সংবাদমাধ্যমগুলিতে রাজনৈতিক সেন্সরশিপ চালাত শাসক দল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন দোষী সাব্যস্ত হলেন নিউ ইয়র্কের আদালতে। নির্বাচনী প্রচারে আর্থিক আইন লঙ্ঘন করায় তিনি অভিযুক্ত হয়েছিলেন।
  • চিনের লেখক লিউ ইয়ং বিয়ারো (৫৩) এবং তাঁর সহকারী ওয়াং মৌসিংকে মৃত্যুদণ্ড দিল চিনের একটি আদালত। ১৯৯৫ সালের ২৯ নভেম্বর হুজু শহরে ৪ জনকে হত্যা করেছিলেন লিউ। পুলিশি তদন্তে কেউ ধরা পড়েনি। ইতিমধ্যে গল্প-উপন্যাস লিখে খ্যাতির শীর্ষে পৌঁছন লিউ। তিনি ছিলেন বেস্ট সেলার লেখক। পুলিশ ওই রহস্যের কিনারা করে লিউকে ধরেছে প্রায় ২২ বছর পর। লিউয়ের স্বীকারোক্তি, আমার ১০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত।
  • তীব্র ভূমিকম্প অনুভূত হল ভেনেজুয়েলায়। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৭.৩।
Advertisement

খেলা

  • টেন্ট ব্রিজ টেস্টে ২০৩ রানে জিতল ভারত। এদিন ১৭ বল খেলার পরই ইংল্যান্ডের শেষ উইকেটের পতন হয়। ৫ টেস্টের সিরিজে ভারত ১-২ ফলে পিছিয়ে রয়েছে। শেষ উইকেটটি নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যান অব দ্য ম্যাচ হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
  • এশিয়ান গেমসে সোনার পদক জিতলেন ভারতের রাহি স্বর্ণবৎ। ১০ মিটার এয়ার পিস্তলে তিনি পদক জিতলেন। এশিয়ান গেমস থেকে ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসাবে সোনা জিতে ইতিহাস গড়লেন তিনি। ২৭ বছরের রাহি পুণের কোলাপুরের বাসিন্দা। এদিন হকিতে ভারত ২৬-০ গোলে হারাল হংকং চিনকে। ভারতের পক্ষে এটি একটি রেকর্ড। এর আগে ১৯৩২ সালের অলিম্পিক্সে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৪-১ হারিয়েছিল ধ্যানচাঁদের নেতৃত্বে। ভারতের সেই রেকর্ড ভেঙে গেল, যদিও সেটিই এখনও অলিম্পিক্সের সর্বোচ্চ রেকর্ড। প্রসঙ্গত উল্লেখ্য, হকির ইতিহাসে এখনও পর্যন্ত সব চেয়ে বেশি গোলে জেতার রেকর্ড নিউজিল্যান্ডের। ১৯৯৪ সালে আমেরিকান সামোয়াকে ৩৬-১ হারিয়েছিল নিউজিল্যান্ড, সেটি অবশ্য ছিল অলিম্পিক্স কোয়ালিফায়ার ম্যাচ। এদিন রূপিন্দর সিং, হরমনপ্রীত সিং ও আকাশদীপ সিং হ্যাটট্রিক করেছেন।

বিবিধ

  • ভ্রাম্যমান (পোর্টেবল) পেট্রোল পাম্প তৈরির নীতিগত ছাড়পত্র দিল কেন্দ্র। ফলে প্রত্যন্ত অঞ্চল বা ঘিঞ্জি শহরে পেট্রোল পাম্প গড়ার সমস্যা মিটবে। এক্ষেত্রে মাটির নীচের পরিবর্তে মাটির উপরেই ইস্পাতের বড় কন্টেনার রাখা হবে। এদিন পেট্রোলিয়াম মন্ত্রক এই তথ্য জানাল।
  • ভেনেজুয়েলা তাদের মুদ্রার ৯৬ শতাংশ অবমূল্যায়ন ঘটাল। আর্থিক সঙ্কট থেকে বাঁচতে এই চেষ্টা করল তারা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 02:04:59
Privacy-Data & cookie usage: