কারেন্ট অ্যাফেয়ার্স ২২ মে, ২০১৯

833
0
Current Affairs 22 May 2019

আন্তর্জাতিক

  • ইতিহাস গড়লেন আ্যরিজোনার মেয়ে জেসিকা কক্স। তাঁর দুটি হাত নেই। কিন্তু পা দিয়েই তিনি বিমান চালাতে শিখেছিলেন। এবার তিনি পেশাদার পাইলটের লাইসেন্স পেলেন। বিশ্বে এই প্রথম এই রকম ঘটনা ঘটল যেখানে দুটি হাত না থাকা কোনো পেশাদার পাইলট হলেন।
  • জাপানে রীতি অনুযায়ী প্রথমে পরিবারের পদবি ও পরে নাম ধরে ডাকা হয়। জাপানের প্রধানমন্ত্রীকেও তাই শিনজো আবের পরিবর্তে আবে শিনজো নামে সম্বোধনের আবেদন জানাল জাপান সরকার।
  • লন্ডন ও নিউইয়র্কে হামলা চালানোর জন্য ‘একাকী জঙ্গি’দের কাছে প্রকাশ্যে আবেদন জানাল আইএস মদতপুষ্ট আশ শাফ জঙ্গিরা।

জাতীয়

  • দেশি-বিদেশি মিলিয়ে মহাকাশে ৩৫৪টি কৃত্রিম উপগ্রহ পাঠানোর রেকর্ড করল ইসরো। এদিন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ‘পিএসএলভি- সি ৪৬’ রকেটের সাহায্যে রিস্যাট ২বি উপগ্রহের উৎক্ষেপণ প্রক্রিয়া সফল হল। ভূপৃষ্ঠ থেকে ৫৫৬ কিমি উচ্চতার কক্ষপথে সেটি স্থাপিত হল। মেঘাচ্ছন্ন আকাশেও ছবি তোলা বা প্রেরণে সক্ষম এই কৃত্রিম উপগ্রহ।
  • দিল্লির নজফগড় এলাকায় প্রকাশ্য রাস্তায় দিনেদুপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন মোহিত মোর। টিকটক ভিডিয়োয় তিনি ছিলেন অন্যতম জনপ্রিয়। তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ৫ লক্ষ।
  • দিনের আলোয় যুদ্ধবিমান চালিয়ে অভিযানে যাওয়ার অনুমতি পেলেন ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট ভাবনা কান্ত। এই প্রথম ভারতে কোনো মহিলা পাইলট এই কৃতিত্ব দেখালেন।

বিবিধ

  • এবারের বুকার পুরস্কার পেলেন ওমানের লেখিকা জোকহা আলহার্থি। আরবি ভাষায় লেখা তাঁর বইটি ‘সেলেস্‌চিয়াল বডিজ’ নামে ইংরেজিতে অনুবাদ করেছেন মার্কিন লেখিকা ম্যারিলিন বুথ। এই প্রথম আরবি ভাষার কোনো সাহিত্য গ্রন্থ বুকার পুরস্কার পেল। জোকহা আলহার্থি এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি বর্তমানে মাসকটের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষার শিক্ষিকা। ওমানের আল আওয়াফি গ্রামের মায়া, আসমা ও খাওলা নামে তিন বোনের জীবনের গল্প রয়েছে এই গ্রন্থে।

খেলা

  • মেয়েদের আই লিগে চ্যাম্পিয়ন হল সেতু এফসি। রানার্স হল মণিপুর পুলিশ।
  • দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতের মহিলা হকি দল।
  • সুদিরমান কাপে চিনের কাছে ০-৫ ব্যবধানে হেরে গেল ভারত। ফলে প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, সমীর বর্মারা।