কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জুন ২০২১

615
0
current affairs
Courtesy: Indianexpress.com

আন্তর্জাতিক
  • পাকিস্তানের লাহোরে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল চার জনের জামাত উদ দাওয়া জঙ্গি গোষ্ঠীর প্রধান হাফিজ সহিদের বাড়ির ১২০ মিটারের মধ্যেই এই ঘটনা ঘটল। স্থানীয় মানুষের বক্তব্য, বিস্ফোরণের লক্ষ্য ছিলেন হাফিজই। তবে পাক প্রশাসনের দাবি, কোট  রাজপথ জেলে বন্দি রয়েছেন হাফিজ।
  • শেষ পর্যন্ত বন্ধই হয়ে যাচ্ছে ‘অ্যাপল ডেলি’ সংবাদপত্র। পত্রিকার প্রধান সম্পাদক সহ পাঁচ কর্মীকে গ্রেপ্তারের পাশাপাশি সব সম্পত্তিও ‘ফ্রিজ’ করেছে প্রশাসন। পত্রিকাটি চিনের আধিপত্য বিরোধিতায় বরাবরই সরব ছিল।
  • তুরস্কের সৌদি দূতাবাসে হত্যা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিক জামাল খাসোগিকে। এখন জানা গেল, সেই হত্যাকাণ্ডে অভিযুক্ত সৌদি আরবের চারজন প্রশিক্ষণ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি সংস্থায়।
জাতীয়
  • বিজয় মালিয়া, নীরব মোদী ও মেহুল চোক্সির ১৮,১৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কনসর্টিয়ামের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই তিনজন অন্তত ২,২৫৮ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত।
  • পশ্চিমবঙ্গে ১৭ জুলাই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হল।
বিবিধ
  • প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের পর ফের কোনো রাষ্ট্রপতি দেশের অভ্যন্তরে সফরের জন্য ট্রেন পথ বেছে নিতে চলেছেন। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হল, রাষ্ট্রপতি ২৫ জুন নিজের জন্মস্থানে যাবেন ট্রেনে চড়ে। উত্তরপ্রদেশে কানপুর দেহাতের পরাউন্খ গ্রাম তাঁর জন্মস্থান। নয়া দিল্লির সফদরজং স্টেশন থেকে যাত্রাপথে মিনঝক ও রুরায় ট্রেনটি থামবে। সেখানে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে রাষ্ট্রপতির।
খেলা
  • বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপ খেতাব জিতল নিউজিল্যান্ড। সাউদাম্পটনে ভারতকে ৮০ রানে হারিয়ে এই খেতাব জিতল তারা। ম্যান অব দ্য ম্যাচ হলেন কাইল জেমিসন। প্রসঙ্গত, আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাট কোহলির দল।
  • একবিংশ শতকের শ্রেষ্ঠ অলরাউন্ডার, ব্যাটসম্যান, বোলার ও অধিনায়ক নির্বাচিত হলেন যথাক্রমে জাক কালিস, সচিন তেন্ডুলকর এবং স্টিভ ওয়া।
  • ইউরো কাপে পর্তুগাল-ফ্রান্স ম্যাচ ড্র হল (২-২)। পেনাল্টিতে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে ১০৯টি গোল করে তিনি স্পর্শ করলেন দেশের জার্সিতে আলি থাইয়ের সর্বোচ্চ সংখ্যক গোলের নজির।