ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের ধূসর তালিকাতেই রাখা হল পাকিস্তানকে। টানা তিন বছর এই তালিকায় থাকায় তারা আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্বব্যাঙ্ক, ইউরোপীয় ইউনিয়ন প্রভৃতি সংস্থার সাহায্য পাবে না।
মার্কিন সেনা প্রত্যাহারের আগেই ধীরে-ধীরে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা দখল করে নিচ্ছে তালিবান জঙ্গিরা। এদিন তাজিকিস্তান সীমান্তের শির খান বন্দর থেকে আফগান সেনাদের হঠিয়ে নিজেদের দখলে নিয়েছে তালিবানরা। অন্তত ৮১টি জেলার দখল চলে এসেছে তাদের হাতে। প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের কথা।
গত বছর পঁচিশ মে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা মামলায় শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শভিনকে ২২ বছর কারাদণ্ড দিল আদালত।
জাতীয়
দেশে করোনা ভাইরাস সংক্রমণের হার কমে হল ২.৯৮ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা কমে হল ৬,১২,৮৬৮ । এদিন ৫১,৬৬৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এদিকে করোনা ভাইরাস ডেল্টা সংক্রমণ যে আটটি রাজ্যে চিন্তার মতো সেগুলি হল দিল্লি, মহারাষ্ট্রে, কেরল, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও তেলেঙ্গানা। এই ৮ রাজ্যে সংক্রমণের ৫১ শতাংশ ডেল্টা স্ট্রেন বলে জানাল ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল।
দিল্লির সফদরজং থেকে বিশেষ ট্রেনে কানপুরে গেলেন রামনাথ কোবিন্দ। ২০০৬ সালে রাষ্ট্রপতি থাকাকালীন এপিজে আবদুল কালাম ট্রেনে দিল্লি থেকে দেরাদুন গিয়েছিলেন। তারপর ফের দেশের কোনো রাষ্ট্রপতি ট্রেনে সফর করছেন।
বিবিধ
স্বাস্থ্যবিমা রয়েছে এমন ব্যক্তি বাড়িতে থেকে চিকিৎসা করলেও তার ব্যয় বিমা সংস্থাকে মেটাতে হবে বলে নির্দেশিকা জারি করল ইনশিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া।
পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে গাড়ি ও মোটর সাইকেলের বিমাক্ষেত্রে প্রবেশ করল ভারতের ডাক বিভাগ।
খেলা
প্যারাগুয়ে ২-০ গোলে চিলিকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠল।