কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জুন ২০২১

739
0
current affairs

আন্তর্জাতিক
  • মার্কিন পুলিশ অফিসার ডেরেক শভিনের শাস্তি পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল আদালত৷ গতবছর ২৫ মে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে তাঁকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত৷ মিনিয়াপোলিসে এর আগে কোনও পুলিশ কর্মীর এত দীর্ঘ কারাদণ্ড হয়নি৷ শভিন সমবেদনা জানিয়েছেন ফ্লয়েডের পরিবারকে৷ তবে কৃতকর্মের জন্য তিনি ক্ষমা চাননি৷
  • আফ্রিকায় করোনা ভাইরাস সংক্রমণ ৪০ শতাংশ বেড়ে গেল৷ হু-এর ডিরেক্টর জেনারেল ট্রেডস অ্যাডানম গেব্রিয়েসাস নিজেও আফ্রিকার মানুষ৷ তাঁর জন্ম ইথিওপিয়ায়৷ বাংলাদেশেও সংক্রমণ বৃদ্ধির কারণে কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে৷

 

জাতীয়
  • মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের দুজন সহযোগীকে গ্রেপ্তার করল ইডি৷ ১০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ সংক্রান্ত মামলায় তারা এই পদক্ষেপ নিল৷ এই দুজন হলেন দেশমুখের ব্যক্তিগত সচিব ও ব্যক্তিগত সহকারী৷
  • কানপুরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের যাত্রাপথে পুলিশের যান নিয়ন্ত্রণের জেরে এক রোগিনীর গাড়িও আটকে রাখা হয়৷ এর জেরেই বন্দনা মিশ্র নামে ওই রোগিণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনায় ক্ষমা চেয়েছেন কানপুরের পুলিশ কমিশনার৷ যান নিয়ন্ত্রণের এই বাড়াবাড়িতে ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতিও৷

 

বিবিধ
  • রেলে ওয়েটিংলিস্ট বা আরএসি-তে থাকা ট্রেনের টিকিট ক্যানসেল করলে ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা ফেরত যাবে বলে জানালো ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড৷ “আই পে” নামক রেলের নিজস্ব পেমেন্ট গেটওয়ে চালু করেছে রেল কর্তৃপক্ষ৷ তার মাধ্যমে এই টিকিট কাটতে হবে৷ আগে ৩/৪ দিন সময় লেগে যেত টাকা ফেরত দিতে৷

 

খেলা
  • আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হবে বলে জানানো হল৷ করোনার প্রকোপে প্রতিযোগিতার স্থান ভারত থেকে সরানো হল৷
  • পেশাদার বক্সিং প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত জানালেন প্রয়াত কিংবদন্তী বক্সার মহম্মদ আলির নাতি নিকো আলি ওয়ালশ (২০)৷ তিনি মহম্মদ আলির কন্যা রশিদা আলি ওয়ালশের ছেলে৷
  • রোমের সেঙে কোল্লি ট্রফিতে ২০০ মিটার সাঁতারে সোনা জিতলেন ভারতের সাজন প্রকাশ৷ একইসঙ্গে অলিম্পিকের যোগ্যতামানও অর্জন করলেন তিনি৷ এই প্রথম কোন ভারতীয় সাঁতারু অলিম্পিকে “এ” কাট পর্যায়ের যোগ্যতামান অর্জন করলেন৷
  • টোকিও অলিম্পিকে ১০ হাজার মিটার দৌড়ে যোগ্যতামান অর্জন করতে পারলেন না মো ফারা৷ তিনি ৪ বারের অলিম্পিক চ্যাম্পিয়ন৷