আন্তর্জাতিক
- সিরিয়া-ইরাক সীমান্তে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমানপথে হামলা চালাল মার্কিন সেনারা৷ এই হামলায় ৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করল পেন্টাগন৷ জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর দ্বিতীয় বার আকাশ পথে হামলা চালানো হল৷
- চিনের “উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি”-র একমাত্র বিদেশি বিজ্ঞানী হিসাবে কাজ করেছেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল আন্ডারসন৷ তাঁর দাবি, ওই প্রতিষ্ঠানে বিতর্কিত কিছু চোখে পড়েনি তাঁর৷ এদিকে করোনা সংক্রমণের দেড় বছরে বিশ্বে সংক্রমণ পেরিয়ে গেছে ১৮ কোটির সীমা৷ প্রাণহানি হয়েছে ৩৯ লক্ষ মানুষের৷
- বিশ্ব বাণিজ্য সংস্থার এশিয়া কোটার ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে জয়ী হলেন চিনের প্রার্থী৷ এই নিয়ে পরপর দুবছর তারা পদটি নিজেদের দখলে রাখল৷
জাতীয়
- জম্মু-পাঠানকোট জাতীয় সড়কে রাতের অন্ধকারে দুটি ড্রোন পুনরায় চিন্তা বাড়ালো প্রশাসনের৷ সেনা বাহিনী গুলি করে নামানোর চেষ্টা করায় সেগুলি গা ঢাকা দেয়৷ এদিন পুলওয়ামায় একজন স্পেশ্যাল পুলিশ অফিসার, তাঁর স্ত্রী ও কন্যাকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা৷
- সংখ্যার বিচারে ভারত মোট করোনা টিকাকরণে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে গেল৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পপরিববার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে ৩২৩৬৬৩২৯৭ জন প্রতিষেধক পেয়েছেন যা বিশ্বে সর্বোচ্চ৷ যদিও জনসংখ্যার আনুপাতিক হারে ভারতে টিকাকরণের গতি বেশ শ্লথ৷
বিবিধ
- কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে অর্থনীতিকে চাঙ্গা করতে আট দফা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ ৬.২৯ লক্ষ কোটি টাকার বেশিরভাগ ঘোষণাই ঋণনির্ভর প্রকল্প৷
- দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত পি ভি নরসীমা রাওয়ের শততম জন্মদিবস পালিত হল শ্রদ্ধার সঙ্গে৷
খেলা
- ইউরো কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের কাছে পরাস্ত হল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স৷ নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ গোলে অমীমাংসিত ছিল৷ ট্রাইবেকারে ৫-৪ গোলে জয়ী হয় সুইজারল্যান্ড৷ এদিন জোড়া গোল করে ফ্রান্সের হয়ে জিনেদিন জিদানের ৩১টি গোলের নজির স্পর্শ করলেন কিরিম বেঞ্জামা৷ অন্য কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে পরাস্ত করল স্পেন৷
- ক্রোয়েশিয়ায় শ্যুটিং বিশ্বকাপে ২৫ মিটার পিস্তল বিভাগে সোনা জিতলেন ভারতের রাহি স্বর্নবত৷
- বিশ্ব তিরন্দাজি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেলেন ভারতের দীপিকা কুমারী৷