কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জুলাই ২০২১

568
0
Current Affairs 30th March
Courtesy: The Bridge

আন্তর্জাতিক
  • করোনা সংক্রমণের জেরে বেহাল অবস্থা বাংলাদেশে। এদিন   ৯৯৬৪ জনের নতুন করে সংক্রমণ ধরা পড়েছে এবং ১৬৪ জনের প্রাণহানি হয়েছে। বাংলাদেশে করোনায় দৈনিক সংক্রমণ ও প্রাণহানির বিষয়ে এই দুটি রেকর্ড করেছে। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা ১৫ লক্ষ অতিক্রম করল। বাংলাদেশ ঢাকার বাইরে স্বাস্থ্য পরিকাঠামোর হাল ভালো নয় তাই আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে চিন্তিত প্রশাসন।
  • আফগানিস্তান থেকে ১০৩৭ জন সরকারি সেনা প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে। তালেবান জঙ্গিদের হামলায় পরাস্ত হয়ে তারা আত্মসমর্পণ করার বদলে প্রতিবেশী দেশে আশ্রয় নিলেন। তাজিক সীমান্তের কাছে অধিকাংশ স্থানই এখন তালিবানদের দখলে চলে গেছে। মার্কিন সেনা প্রত্যাহার শুরু হতেই দুর্বল হয়ে যায় আফগান সেনারা।  সেনাদের আত্মবিশ্বাসও তলানিতে গিয়ে ঠেকেছে।
জাতীয়
  • জেসুইট পাদ্রি  স্ট্যান  স্বামী (৮৪) প্রয়াত হলেন। এলগার  পরিষদ মামলায় অভিযুক্ত পাদ্রি স্ট্যান স্বামী বন্দি ছিলেন মুম্বইয়ের তালোজা কারাগারে।  ‘শহুরে মাওবাদী’ হিসাবে তাকে চিহ্নিত করে ইউএপিএ আইনে মামলা করেছিল এনআইএ। জামিনের আবেদন একাধিক বার খারিজ হয়েছে তাঁর। এদিন হোলি ফ্যামিলি হাসপাতালে প্রয়াত হন তিনি।
  • কো -উইন গ্লোবাল কনক্লেভে অংশগ্রহণকারী পঞ্চাশটি দেশকে বিনামূল্যে কো- উইন অ্যাপ ব্যবহার করতে দেবার সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের এই অ্যাপটির প্রযুক্তি তারা ব্যবহার করতে পারবে।
বিবিধ
  • এক ঘন্টায় ১০ লক্ষ গাছের চারা পুঁতে রেকর্ড গড়ল তেলেঙ্গনা।  টিআরএস দলের উদ্যোগে ৩০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন এই অভিযানে। ২০১৯ সালে এক ঘণ্টায় ৩.০৩ লক্ষ চারা গাছ পুঁতে রেকর্ড করেছিল তুরস্ক।
  • ২৫ তম প্রতিষ্ঠা দিবস পালন করল লালুপ্রসাদ যাদব প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)।
খেলা
  • আসন্ন অলিম্পিক প্রতিযোগিতায় ভারতীয় দলে১২৬  জন অ্যাথলিট এবং ৭৫ জন আধিকারিক থাকবেন। মোট ২০১ সদস্যের ৫৬ শতাংশ পুরুষ ৪৪ শতাংশ মহিলা। টোকিয়োয় ২৩ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহন করবেন মেরি কম এবং মনপ্রীত সিং। মনপ্রীত ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক। 8 আগস্ট সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন বজরং পুনিয়া।
  • উইম্বলডনের মিক্সড ডাবলসের তৃতীয় রাউন্ডে উঠল সানিয়া মির্জা-রোহণ বোপান্না জুটি।  অন্যদিকে কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচও। এই নিয়ে তিনি ৫০ বার কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন।
 ৪ জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন