কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জুলাই ২০২১

515
0
current affairs
Courtesy: Gulf News

আন্তর্জাতিক
  • নিজের বাড়িতেই খুন হলেন হাইতির রাষ্ট্রপতি জোভোনেল মেইস (৫৩)৷ গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রী মার্টিন মেইস৷ পাহাড় চূড়োয় কড়া নিরাপত্তার ঘেরাটোপে আততায়ীরা হামলা চালিয়ে আবার ফেরত যায়৷ গত দুবছর ধরে সাধারণ নির্বাচন করাননি তিনি৷ এককভাবে ক্ষমতা ভোগ করেছেন৷ কেবল নিজের জন্য আলাদা গোয়েন্দা বিভাগ গড়ে তুলেছেন৷ আরও কিছু আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে৷ তার সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনও যোগ আছে কীনা ততা অবশ্য স্পষ্ট নয়৷ এই পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী ক্লোঁদ জোসেফই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন৷
  • “মার্কিন যুক্তরাষ্ট্র এখন দুভাগ হয়ে গেছে৷ এক ভাগ টিকা পেয়েছেন৷ অন্যভাগ নেননি৷” এই মন্তব্য মার্কিন প্রশাসনেরই৷ অন্যদিকে আফ্রিকা ও এশিয়ার গরিব দেশগুলিতে টিকার অভাব প্রকট৷৷ এই দেশগুলিতে এবছর সংক্রমণও ঊর্ধ্বমুখী৷

 

জাতীয়
  • বড়মাপের রদবদল হল কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷ ১২ জন মন্ত্রী বিদায় নিলেন, প্রবেশ করলেন নতুন ৩৬ জন৷ ৭ জনের পদোন্নতি হল৷ সব মিলিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা হল ৭৮৷ বাদ গেলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল, শ্রমমন্ত্রী সন্তাষ গঙ্গোয়ার প্রমুখ৷ নতুনদের মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিমান মন্ত্রী হয়েছেন৷ ভূপেন্দ্র যাদব হলেন শিক্ষামন্ত্রী৷ স্বাস্থ্য মন্ত্রী হলেন মনসুখ মান্ডবীয়৷ পশ্চিমবঙ্গের বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী পদত্যাগ করেছেন৷ এরাজ্য থেকে নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর ও জন বার্লা প্রতিমন্ত্রী হয়েছেন৷ নতুন মন্ত্রিসভার গড় বয়স ৫৮ বছর৷ ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক এবার প্রতিমন্ত্রী হয়েছেন৷ এই প্রথম ত্রিপুরার কোনও স্থায়ী বাসিন্দা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন৷

 

বিবিধ
  • পেশ হল পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট৷ অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র অসুস্থ থাকায় বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মোট ৩০৮৭২৭ কোটি টাকার বাজেটে স্কুল শিক্ষায় ৩৫ হাজার কোটি, স্বাস্থে ১৬ হাজার কোটি, কোভিড মোকাবিলায় ১৮৩০ কোটি, দুয়াারে রেশন ও বিনামূল্যে রেশন প্রকল্পে যথাক্রমে ১২০০ ও ১৪০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে৷
  • প্রয়াত হলেন দিলীপ কুমার (৯৮)৷ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী এই অভিনেতার আসল নাম ইউসুফ খান৷ তাঁর জন্ম পেশোয়ারে৷ বাবার সঙ্গে মতানৈক্যের জেরে তিনি চলে আসেন পুণেতে৷ উর্দু ভাষায় দক্ষতার জন্য সংলাপ ও চিত্রনাট্য লেখার কাজ করতেন৷ প্রথম ছবি অমিয় চক্রবর্তী পরিচালিত “জোয়ারভাঁটা”৷ “আন্দাজ” সিনেমাটি তাঁকে প্রথম খ্যাতি এনে দেয়৷ এরপর দাগ,, দেবদাস, নয়াদৌড়, মুঘল-এ-আজম, শক্তি প্রভৃতি অসংখ্য ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেন তিনি৷ শেষ অভিনীত ছবি “কিলা”৷ ১৯৯১ সালে পদ্মভূষণ, ২০১৫ সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন৷ ১৯৯৪ সালে পান দাদাসাহেব ফালকে পুরস্কার৷ ১৯৯৮ সালে পাকিস্তান সরকার তাঁকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান নিশান-এ-ইমতিয়াজে ভূষিত করে৷

 

খেলা
  • কোপা আমেরিকা প্রতিযোগিতার সেমিফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ গোলে পরাস্ত করল৷ এই ম্যাচে ৪২ বার ফাউল হয়েছে৷ হলুদ কার্ড দেখেন ১০ জন৷ প্রসঙ্গত, আর্জেন্টিনা শেষবার ১৯৯৩ সালে কোপা আমেরিকা খেতাব জিতেছিল৷
  • ইউরো সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে ২-১ গোলে জয়ী হল ইংল্যান্ড৷
  • উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হুবার্ট হুরকাজের কাছে হেরে গেলেন রজার ফেডেরার৷
  • কেশব দত্ত (৯৫) প্রয়াত হলেন৷ ১৯৪৮ এবং ১৯৫২ সালে হকির সোনাজয়ী অলিম্পিক দলের সদস্য ছিলেন তিনি৷ জন্ম লাহোরে হলেও তিনি কলকাতাকেই ঘর করেছিলেন৷