কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুলাই ২০২১

schedule
2021-07-12 | 08:50h
update
2021-07-12 | 09:49h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • করোনাভাইরাসে বিশ্বে দেড় বছরে ৪০ লক্ষ মানুষের প্রাণহানির ঘটনাকে মাইলস্টোন বলে ব্যাখ্যা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাত্র দেড় বছরে এত মানুষের প্রাণহানি ঘটেছে । অতীতের মহামারী গুলিকে ছাপিয়ে গেছে বলে  মন্তব্য করা হয়েছে ।
  • বাগদাদের বায়ুসেনা ঘাঁটিতে  মার্কিন সেনাদের লক্ষ্য করে অন্তত ১৪ টি রকেট ছোড়া হয়েছে। তাতে জখম হয়েছেন দু’জন সেনা।  সিরিয়া- ইরাক সীমান্তের ইরানি মদতপুষ্ট জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সপ্তাহ খানেক আগে জঙ্গি ঘাঁটিগুলির অভিমুখে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।
  • চিনের  কমিউনিস্ট পার্টি শতবর্ষ পালনের ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন ২২ জন রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন দেশের ১৬৭ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ভারত থেকে তিন বামপন্থী দলের নেতা সীতারাম ইয়েচুরি , ডি রাজা এবং জি দেবরাজন অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে।
Advertisement

জাতীয়
  • ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করলেন ইরানের সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির সঙ্গে।  প্রাক্তন প্রধান বিচারপতি রাইসিই বিপুল ভোটে জয়ী হয়ে সে দেশের রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন।
  • বীরভদ্র সিং প্রয়াত হলেন । ৮৭ বছর বয়স হয়েছিল তাঁর‌। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে নয়বার দায়িত্ব নিয়েছিলেন তিনি। ৯ বার বিধায়ক ৫ বার সাংসদ হয়েছিলেন তিনি।
বিবিধ
  • ব্রিটিশ সংস্থা কেয়ার্ন এনার্জি দাবি করল প্যারিসে ২.৩ কোটি ডলার মূল্যের কুড়িটি ভারতীয় সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে। প্রসঙ্গত নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশি  ট্রাইবুনাল কেয়ার্নকে ১৭২ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বলেছিল।  এই নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে ভারত। ২০০৬-০৭ সালে কেয়ার্ন ইন্ডিয়াকে ভারতের সম্পত্তি বিক্রির পর কেয়ার্ন এনার্জির আয়কর মেটানো নিয়ে মামলার সূত্রপাত।
খেলা
  • অলিম্পিকের গোটা সময়টার জন্যই টোকিয়োয় জরুরি অবস্থা জারি করে রাখল জাপান সরকার। ২৩ জুলাই থেকে  ৮ আগস্ট পর্যন্ত চলবে অলিম্পিক, সেখানে করোনা জনিত কারণে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হল ২২ আগস্ট পর্যন্ত। দর্শকশূন্য অবস্থায় খেলা হবে।
  • রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে পিএসজি দলে যোগ দিলেন স্প্যানিশ ডিফেন্ডার সেরগিও রামোস ।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2024 - 15:19:13
Privacy-Data & cookie usage: