কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুলাই ২০২১

847
0
current affairs
Courtesy: Dawn

আন্তর্জাতিক
  • বাংলাদেশে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জন প্রাণ হারালেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফলের রস প্যাকেটজাত করা, চিপস, চানাচুর তৈরির কারখানায় এই ঘটনা ঘটেছে। হাশেম ফুডস নামক ওই সংস্থায় সামান্য পারিশ্রমিকের বিনিময়ে মূলত কিশোর-কিশোরীদের নিয়োগ করা হত। অগ্নিকাণ্ডে অধিকাংশ দেহ কার্যত অঙ্গারে পরিণত হয়েছে।
  • আফগানিস্তানের ৮৫ শতাংশ নিজেদের দখলে চলে এসেছে বলে দাবি করল তালিবান নেতৃত্ব। দেশের ৩৯৮টি জেলার মধ্যে ২৫০ টি নিজেদের দখলে বলে দাবি করেছে তারা। এদিকে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানালেন ৩১ আগস্ট এর মধ্যেই সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে আফগানিস্তান থেকে। কেবল কাবুলের মার্কিন দূতাবাস রক্ষার জন্য ৬৫০ জন সেনা থাকবে। প্রসঙ্গত ৯/১১ কাণ্ডের পর প্রায় দু’দশক মার্কিন ও ন্যাটো সেনা মোতায়েন ছিল আফগানিস্থানে।
জাতীয়
  • পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির((পিএসসি) চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
  • দেশে করোনাভাইরাসে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪,৫৮,৭২২। বর্তমানে দেশের ৯০ টি জেলাতে সংক্রমণ উদ্বেগজনক। সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র ও কেরল। ৬৬ টি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশেরও বেশি। সেই জেলার সংখ্যা সবথেকে বেশি অরুণাচল প্রদেশে (১০টি)।
বিবিধ
  • দেশের বিমান বন্দরগুলির নামকরণ  বদলের একটি নীতি তৈরির জন্য নতুন বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দায়িত্ব দিল মুম্বই হাইকোর্ট।
  • ৩ ইঞ্চি বাই ৩ ইঞ্চি মাপের কাগজে সিলভার পয়েন্ট পদ্ধতিতে একটি ভালুকের মুখ স্কেচ করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। ১৮৬০ সালে ‘ হেব অব এ বিয়ার’ ছবি বিক্রি হয়েছিল ২.৫ পাউন্ডে। ক্রিস্টির নিলামে সেটি ১.২ কোটি ডলার ( ভারতীয় মুদ্রায় ৮৯ কোটি টাকা) মূল্যে বিক্রি হল।
খেলা
  • ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত দিদিয়ের দেশঁই ফ্রান্সের ফুটবল কোচ থাকছেন বলে জানাল ফরাসি ফুটবল সংস্থা।
  • উইম্বলডনের ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ ও মাত্তেয়ো বেরেত্তিনি। প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন বেরেত্তিনি। এই প্রথম উইম্বলডনের  ফাইনালে উঠলেন।