কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জুলাই ২০২১

639
0
current affairs

আন্তর্জাতিক
  • বিশ্বজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিশ্বে ৫ লক্ষাধিক মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন। এদিন করোনায় প্রাণহানি হয়েছে ৯৩০০ জনের। আফ্রিকায় গত সপ্তাহে প্রাণহানির হার তিরিশ থেকে বেড়ে হয়েছে ৪০ শতাংশ। ইউরোপে ইউরো প্রতিযোগিতা সুপার স্প্রেডার হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই মাস থেকেই সেখানে সংক্রমণ ঊর্ধ্বমুখী।
  • তাপপ্রবাহে জেরবার মার্কিন যুক্তরাষ্ট্রও। ওয়াশিংটন, ওরেগনে তাপমাত্রা পেরিয়ে গেছে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি । অন্যান্য বছরে এই রকম সময়ে থাকে ২৮ থেকে ৩০ ডিগ্রির মধ্যে। ওই দুই প্রদেশের যথাক্রমে ৮১৬ জনের প্রাণ কেড়েছে দাবদাহ। কানাডায় এ বছর পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে তাপপ্রবাহে। এই অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধির জেরে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ঝিনুকসহ ১০০ কোটিরও বেশি সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জাতীয়
  • ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন এরিক গারসেটি। তিনি লস এঞ্জেলেস শহরের মেয়র ছিলেন।
  • কেন্দ্রীয় মন্ত্রিসভার ৭৮ জন সদস্যের মধ্যে ৪২ শতাংশের বিরুদ্ধে (৩৩ জন) ফৌজদারি মামলা রয়েছে। ৩১ শতাংশ বা ২৪ জনের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার মামলা।  মন্ত্রিসভার ৯০ শতাংশ বা সত্তরজনই কোটিপতি। ১২  জন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে।
  • জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল (২০২১) এর খসড়া প্রকাশ করল উত্তরপ্রদেশের আইন কমিশন। এই খসড়া প্রস্তাব করা হয়েছে যে দুটির বেশি সন্তান হলে সরকারি সুবিধা ও প্রকল্পের সুযোগ মিলবে না।
বিবিধ
  • হ্যাকাররা দখল করে নিল ইরানের ট্রেন পরিষেবা সংক্রান্ত ওয়েবসাইট।
  • জঙ্গিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে জম্মু ও কাশ্মীরে ১১ জন সরকারি কর্মীকে বরখাস্ত করা হল। তাদের মধ্যে হিজবুল মুজাহিদীন সৈয়দ সালাউদ্দিনের দুই ছেলেও আছেন।
খেলা
  • কোপা আমেরিকায় তৃতীয় স্থান পেল কলম্বিয়া। এদিন দ্বিতীয় স্থান অর্জনের ম্যাচে তারা ৩-২ গোলে জয়ী হল পেরুর বিরুদ্ধে।
  • উইম্বলডন মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন অ্যাসলি বর্টি। তিনি ফাইনালে পরাস্ত করলেন ক্যারোলিনা প্লিজকোভাকে। এটি তার দ্বিতীয় গ্র্যান্ডস্লাম। এর আগে ২০০৯ সালে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৯৮০ সালে ইভোনে গোলাগংয়ের পর তিনি অস্ট্রেলিয়ার দ্বিতীয় মহিলা হিসাবে উইম্বলডন খেতাব জিতলেন। অন্যদিকে ২০১৬  সালে ইউএস ওপেনের পর দ্বিতীয়বার কোনো গ্র্যান্ডস্লামে রানার্স হলেন প্লিজ কোভা।
  • প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায় উইম্বলডন বয়েজ সিঙ্গলসের ফাইনালে উঠলেন। তবে ডাবলস সেমিফাইনালে কোকোরো ইসোমুরু জুটি হেরে গেল। সমীর নিউজার্সিতে থাকেন। ১৯৬০ সালে প্রথম বাঙালি হিসেবে জয়দীপ মুখোপাধ্যায় বয়েজ উইম্বলডন ফাইনালে উঠে ছিলেন।