কারেন্ট অ্যাফেয়ার্স ২২ এপ্রিল ২০২৪

schedule
2024-04-24 | 08:00h
update
2024-04-24 | 08:51h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২২ সালে জনসংখ্যা ছিল ৩৩.৩ কোটি। ওই বছর সে দেশে বিদেশি নাগরিকদের সংখ্যা ছিল ৪.৬ কোটি। এই সংখ্যাটি মোট মার্কিন নাগরিকের ১৪ শতাংশ। মার্কিন সেন্সাস ব্যুরোর সমীক্ষায় এই তথ্য জানা গেছে যে, ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যথাক্রমে মেক্সিকো, ভারত, ফিলিপিনস, কিউবা এবং ডমিনিক রিপাবলিকের বাসিন্দারা সব থেকে বেশি সংখ্যায় মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। মেক্সিকোর এক লক্ষ ২৮ হাজার ৮৭৮ জন, ভারতের ৬৫ হাজার ৯৬০ জন ও ফিলিপিনস এর ৫৩ হাজার ৪১৪ জন ২০২২ সালে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। জানা গেছে , মার্কিন মুলকে মোট ২৮ লক্ষ ৩১ হাজার ৩৩০ জন ভারতীয় নাগরিক সেখানকার নাগরিকত্ব পেয়েছেন।
  • পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। আন্তর্জাতিক সংগঠনের বিধি-নিষেধকে পাত্তা না দিয়ে এই পরীক্ষা চালানো হয়েছে বলে অভিযোগ করল প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া।
  • গাজার খান ইউনিস শহর থেকে ইজরায়েলের বাহিনী আইডিএফ সরে যাওয়ার পর একটি গণ কবরের খোঁজ মিলল। সেখান থেকে ২১০ জন প্যালেস্টাইনি নাগরিকের মৃতদেহর খোঁজ পাওয়া গেছে। অত্যাচার চালিয়ে তাদের হত্যা করা হয়েছিল বলে মৃতদেহ দেখেই অনুমান করা যাচ্ছে।।
Advertisement

জাতীয়
  • পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এর ২০১৬ সালের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী পদে নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির বেঞ্চের এই রায়ের ফলে ২৫,৭৫৩ জনের নিয়োগ বাতিল হয়ে যাচ্ছে। প্যানেলের বাইরে থেকে যারা চাকরি পেয়েছে বা সাদা খাতা জমা দিয়ে যাদের চাকরি হয়েছে তাদের এই সময়ে প্রাপ্ত মোট টাকা বার্ষিক ১২ শতাংশ সুদ সহ চার সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
  • মুম্বইয়ের মাহিম থেকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করল রাজারাম রেগে নামে এক অভিযুক্তকে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বাড়ি ও অফিসের গোপন ভিডিও তোলার অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাচক্রে এই ব্যক্তি ২৬/১১হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন।
খেলা
  • টোরেন্টতে অনুষ্ঠিত বিশ্ব ক্যানডিডেট দাবায় চ্যাম্পিয়ন হলেন ভারতের ডোম্বারাজু গুকেশ। চেন্নাইয়ের এই তরুণ মাত্র ১৭ বছর বয়সে এই প্রতিযোগিতায় জিতে ইতিহাস গড়লেন। এর ফলে তিনি বিশ্বচ্যাম্পিয়ন ডিম লাইনের বিরুদ্ধে সরাসরি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলার যোগ্যতা অর্জন করলেন। এদিন চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে মুকেশ ভেঙ্গে দিলেন রুশ গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভের ৪ দশকের পুরনো রেকর্ড। এবারের প্রতিযোগিতায় চোদ্দ রাউন্ডে তিনি নয় পয়েন্ট সংগ্রহ করেছেন।
বিবিধ
  • প্রয়াত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক টেরি অ্যান্ডারসন। ৭৬ বছর বয়স হয়েছিল তাঁর । এই মার্কিন সাংবাদিক ছিলেন দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের কর্মী। লেবাননে গৃহযুদ্ধ চলার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি জঙ্গিদের হাতে ৭ বছর বন্দি ছিলেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.05.2024 - 18:33:48
Privacy-Data & cookie usage: