আন্তর্জাতিক
- বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওই মন্ত্রিসভার সকল সদস্যের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করল বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। অন্যদিকে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনে চার শতাধিক মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্ত করতে বাংলাদেশে পৌঁছালো রাষ্ট্রসঙ্ঘের একটি প্রতিনিধি দল।
- আরো বেশি পর্যটক আকর্ষণ করতে ভারত সহ ৩৫টি দেশের নাগরিকদের ছ’মাসের জন্য ভিসামুক্ত পর্যটনের ব্যবস্থা করল শ্রীলংকা সরকার।
জাতীয়
- আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসা বিদ্যার স্নাতকোত্তর স্তরের এক ছাত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুপ্রিমকোর্টকে মুখবন্ধ খামে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। এদিকে এই ঘটনায় দেশের জুনিয়র চিকিৎসকদের অবিলম্বে আন্দোলন ছেড়ে কাজে যোগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট অনুরোধ করেছে।
- নিজে রাজনীতিতে নামবেন বলে আগেই একটি রাজনৈতিক দল গড়েছিলেন তামিল সুপারস্টার ‘থালাপতি’ বিজয়। তিনি সেই দলের নাম দিয়েছেন ‘তামিলাগা ভেটরি কাজাগম’। লাল হলুদ রং, দুটি হাতির ছবি সম্বলিত সেই দলের পতাকা এদিন সর্বসমক্ষে আনলেন তিনি।
খেলা
- লোকান লোশন ডায়মন্ড লিগে রুপোর পদক পেলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ৮৯.৪৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে তিনি দ্বিতীয় স্থান পেয়েছেন।
- বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করলো পাকিস্তান। এই ইনিংসে পাকিস্তানের দুই ব্যাটসম্যান শতরান করেছেন।
- ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করল ২৩৬ রান। জবাবে ছয় উইকেট হারিয়ে ২৫৯ রান তুলেছে ইংল্যান্ড।
বিবিধ
- বাংলাদেশের উত্তরাংশে দশটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৬ লক্ষের বেশি মানুষ। কিন্তু সেই ঘটনা নিয়েও ভারত বিরোধী প্রচার শুরু হয়েছে লাগাতারভাবে। এই ঘটনার পিছনে ভারতের যে হাত নেই তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে জানিয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা। গোমতী অববাহিকায় ডুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার ফলে বন্যা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভারত জানিয়েছে, এই অববাহিকা অঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ায় জলাধারূপ চেয়ে জল বেরিয়েছে কিন্তু বাঁধ খুলে দেওয়ার প্রচার সঠিক নয়। যাতে ভারতেরও বিস্তীর্ণ অংশে বন্যা হয়েছে। এই বিষয়টি পুরোপুরি প্রাকৃতিক। ভারত স্মরণ করিয়ে দিয়েছে, মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য গোমতী অববাহিকায় ছোট একটি বাঁধ তৈরি করা হয়েছিল, যেখান থেকে উৎপাদিত জলবিদ্যুতের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশেও পাঠানো হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে দা স্ট্যাচু অফ ইউনিয়ন নামে ৯০ ফুট উচ্চ ব্রঞ্জের একটি মূর্তি উদ্বোধন করা হলো। এটি ভারতের বাইরে সবথেকে উঁচু হনুমানের মূর্তি। মার্কিন যুক্তরাষ্ট্রেও এটি তৃতীয় উচ্চতম মূর্তি।