কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জানুয়ারি ২০২৪

296
0
Current Affairs 22nd January

আন্তর্জাতিক
  • গাজায় যুদ্ধ থামানোর জন্য হামাস যে শর্ত দিয়েছিল তা খারিজ করে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । হামাসের হাতে বন্দি ইজরায়েলের পণবন্দিদের মুক্তির বিনিময়ে গাজা থেকে ইজরায়েলের বাহিনী প্রত্যাহার এবং ইজরায়েলের কারাগারগুলিতে বন্দি প্যালেস্ট্যানিয় নাগরিকের মুক্তি দাবি করেছিল হামাস। এই শর্ত খারিজ করে দিলেন নেতানিয়াহু । প্রসঙ্গত, এখনো ১৩৬ জন ইজরায়েলের নাগরিক হামাসের হাতে পণবন্দি।
  • ‘রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে যে সকল দেশ অতিরিক্ত ক্ষমতা পেয়েছে তারা সেই ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছে। বিশ্বের সবথেকে বেশি মানুষ রয়েছে যে দেশে সেই ভারতের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন না পাওয়া বিস্ময়কর ঘটনা।‘ এই মন্তব্য করলেন শিল্পপতি ইলন মাস্ক।
  • ঘূর্ণিঝড় আছড়ে পড়ল উত্তর-পশ্চিম ব্রিটেন, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডে। এই ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছে ‘ইশা’। স্কটল্যান্ডের মাটিতে আছড়ে পড়ার সময় তার গতিবেগ ছিল ঘন্টায় ১৬০ কিলোমিটার।
জাতীয়
  • উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হলো। এই দিনটির জন্য ১১ দিন উপবাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ আচার্য গোবিন্দ দেওগিরি মহারাজের হাতে জল খেয়ে তিনি উপবাস ভাঙ্গেন। বেলা ১২টা ২৯ মিনিটে অভিজিৎ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা হয়। শুক্লা দ্বাদশী, মৃগশিরা নক্ষত্র ও সঞ্জীবনী যোগের ত্রহ্যস্পর্শ থাকলে এই শুভ মুহূর্ত পাওয়া যায়। ১১ ইঞ্চির রামলালার মূর্তি সাজানো হয়েছে বিভিন্ন রকম গয়না দিয়ে। এই গয়নার নকশা তৈরি করেছেন যতীন্দ্র মিশ্র। বিগ্রহের বুকে রয়েছে কৌস্তভ  মণি, এছাড়াও রয়েছে বিজয়মালা । সেখানে খোদাই করা রয়েছে শঙ্খ, চক্র ও মঙ্গল কলস। রামলালাকে কি কি গয়না পরানো হয়েছে এদিন তার তালিকাও প্রকাশ করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের ১৪ জন অবসরপ্রাপ্ত বিচারপতি।
  • প্রকাশিত হলো ২০২৪ সালের চূড়ান্ত ভোটার তালিকা। রাজ্যে এ বছর নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১৪ লক্ষ ৩০ হাজার ৯৯৮ জন। বাদ গেছে ৯ লক্ষ ৭৯ হাজার ২৯২ জন ভোটারের নাম।
খেলা
  • কলকাতার ইডেন গার্ডেনসে বাংলা ও ছত্তিশগড়ের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ ড্র হল। বাংলা প্রথম ইনিংসে ৩৮১ রান করেছিল। ছত্তিশগড় ৬ উইকেট হারিয়ে তোলে ২১৪ রান। আলোর অভাবে দীর্ঘ সময় খেলা বন্ধ ছিল। ফলে এই ম্যাচ থেকে বাংলার প্রাপ্তি মাত্র এক পয়েন্ট। তিন ম্যাচ খেলে বাংলা পেয়েছে পাঁচ পয়েন্ট।
  • আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন ভারতের সূর্য কুমার যাদব।
বিবিধ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার একটি স্কুল তাদের ছাত্র-ছাত্রীদের ওয়াশরুম থেকে আয়না সরিয়ে দিল। স্কুলের সমীক্ষায় স্পষ্ট, পড়ুয়ারা দিনের মধ্যে ৮-৯ বার করে প্রসাধনিতে যায় এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজস্বী তোলে। এই প্রবণতা বন্ধ করতেই আয়না সরিয়ে নেওয়া হলো।
  • ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জি গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত হওয়ার ঘোষণা করেছিল সোনি এন্টারটেইনমেন্ট। এই সংযুক্তিকরণ যদি সম্পূর্ণ হত তাহলে সেটি হত ভারতের বৃহত্তম বিনোদন সংস্থা। তাদের মূল্য হত এক হাজার কোটি ডলারের বা ভারতীয় মুদ্রায় ৮৩ হাজার কোটি টাকা। কিন্তু সংস্থার পরিচালনা নিয়ে বারবার তৈরি হয়েছে বিবাদ । যৌথ সংস্থার পরিচালনার বিবাদেই শেষ পর্যন্ত জি এন্টারটেনমেন্টের সঙ্গে সংযুক্তিকরণ বাতিল ঘোষণা করল সোনি এন্টারটেইনমেন্ট। চুক্তিভঙ্গের অভিযোগে তারা ৯ কোটি ডলার দাবি করল জি এন্টারটেনমেন্টের থেকে।