কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুলাই ২০২৩

378
0
Current Affairs 8th February

আন্তর্জাতিক
  • প্রথম মহিলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান বা জয়েন্ট চিপ্স অব স্টাফ পদে নিযুক্ত হতে চলেছেন লিসা ফ্যানকেত্তি। তিনি এতদিন সেনাবাহিনীর উপপ্রধান পদে ছিলে।ন আগামী মাসে নৌ বাহিনীর প্রধান মিসেল গিল্ডে অবসর নেওয়ার পর সেনার শীর্ষ কর্তা হিসেবে লিসা নিযুক্ত হবেন বলে জানা গেছে। স্বয়ং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এই ঐতিহাসিক ঘোষনা করলেন।
  • পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন চিনের বিদেশ মন্ত্রী ছিন কাং। গত ২৮ দিন ধরে তাকে প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। এমনকি কোন সরকারি কর্মসূচিতেও অনুপস্থিত তিনি।
  • রাশিয়ার একাধিক স্থানে পুনরায় ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠল ইউক্রেনের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই বোমা সরবরাহ করেছে। এক্ষেত্রে একটি বোমা থেকে অনেকগুলি বোমা বেরিয়ে ক্রমান্বয়ে বিস্ফোরিত হয়। অসামরিক এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি ঘটানোর কারণে বর্তমানে প্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধ।
জাতীয়
  • মনিপুরে কুকি ও মেইতেইদের সংঘর্ষ ও অশান্তির জের ছড়িয়ে পড়ল প্রতিবেশী মিজোরামেও। মিজোরাম থেকে মেইতেই সম্প্রদায়ের মানুষদের রাজ্য ছাড়ার হুমকি দিল একটি মিজো সংগঠন।
  • আয়োজিত হল জাতীয় রোজগার মেলা। এদিন দেশের বাইশটি রাজ্যের ৪৫ টি কেন্দ্রে এই রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। মোট সত্তর হাজার জন প্রার্থীকে এদিন নিয়োগপত্র দেওয়া হল।
  • এতদিন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)- এর পাঠ্য বইগুলি কেবল ইংরেজিতেই ছাপত এনসিইআরটি। এবার থেকে তা বাইশটি মাতৃভাষাতেও ছাপা হবে। একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিবিএসই।
  • মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে রায়গড়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৭ জন। মুম্বই থেকে ৮০ কিলোমিটার দূরে রায়গড় জেলার ইরশালবাদী পাহাড়ি গ্রামে রবিবার রাতে যে ধস নেমেছিল তাতে এখনো অনেক মানুষ নিখোঁজ।
  • দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তল্লাশি চালিয়ে তিনজন যাত্রীর কাছ থেকে ভারতীয় মুদ্রায় ১০ কোটি ৭ লক্ষ টাকা উদ্ধার করা হলো। তাজাকিস্তানের তিনজন যাত্রী ইস্তানবুলের বিমান ধরতে যাওয়ার সময় তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ডলার এবং ইউরো উদ্ধার করা হলো। এই প্রথম ভারতের কোন বিমানবন্দরে এত বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা উদ্ধার করা হলো।
খেলা
  • কোর্ট অফ স্পেনে ভারতের প্রথম ইনিক্স শেষ হয়েছে ৪৩৮ রানে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে নতুন বোলার মুকেশ কুমার তার প্রথম শিকার কার্ক ম্যাকেঞ্জি।
  • ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শতরান করলেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসেন। এটি টেস্টে তার একাদশ শতরান। ইংল্যান্ডের ৫৯২ রানের জবাবে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে করেছে ২১৪ রা।ন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩১৭ রান করেছিল।
  • অনূর্ধ্ব ১৩ ফুটবল প্রতিযোগিতায় ভারতের মিনার্ভা একাডেমি ব্রাজিলের ওরদিন এফসি কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। সুইডেনের গথিয়া কাপ প্রতিযোগিতায় তারা জয়লাভ করলো। এই প্রথম কোন ভারতীয় দল গথিয়া কাপ জিতল।
বিবিধ
  • হলিউডের অভিনেত্রী জোসেফিন চ্যাপলিন (৭৪) প্রয়াত হলেন। তিনি চার্লি চ্যাপলিন এবং তাঁর চতুর্থ স্ত্রী উনার তৃতীয় সন্তান। ১৯৫২ সালে চার্লির ‘লাইমলাইট’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন জোসেফিন। এরপর হলিউড ও প্যারিসের বিভিন্ন ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
  • দেশে ২০০০ টাকার নোট ধাপে ধাপে বাতিল করার কথা জানিয়েছিল ভারতের রিজার্ভ ব্যাংক। এই ঘোষণা করা হয়েছিল গত ১৯ মে। এরপর জুন মাসের শেষ পর্যন্ত বাজারে থাকা মোট ২০০০ টাকার নোটের ৮৭% ব্যাংকে ফিরে এসেছে। এর মধ্যে সিংহভাগই অ্যাকাউন্টে জমা পড়েছে। প্রসঙ্গত, এই ঘোষণার সময় দেশের বাজারে ৩ লক্ষ ৬২ হাজার কোটি টাকার ২০০০ টাকার নোট ছিল। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোট জমা করা যাবে ।

২১ জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন