কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুলাই ২০২৪

123
0
Current Affairs 22nd July

আন্তর্জাতিক
  • সারা দেশ জুড়ে কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশের অর্থনীতির গুরুতর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কঠোর হাতে বিশৃঙ্খলা রোখার কথা জানিয়েছেন। অন্য দিকে নতুন কোটা নীতি নিয়ে বিজ্ঞপ্তি দিতে রাজি সরকার। উল্লেখ্য ২০১৮ সালে ছাত্ররা রাস্তায় নেমে দাবি জানানোর পরে প্রধানমন্ত্রী কোটা পদ্ধতিতে নিয়োগ রদ করেছিলেন। সুপ্রিম কোর্ট নতুন নির্দেশে কোটা সংস্কার করা হল। অন্য দিকে সংযুক্ত আরব আমিরশাহিতে প্রবাসী বাংলাদেশিরা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শরিয়তে নিজের দেশের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভ দেখানো অপরাধ।
দেশ
  • কেন্দ্রীয় সরকার দেশের বাজেট প্রকাশ করবেন। পর পর তিন বার বাজেট পেশ করে নজির সৃষ্ট করলেন নির্মলা সীতারামন।
বিবিধ
  • সুদানে দুই সেনাবাহিনীর মধ্যে দখলের লড়াই চলছে। বিধ্বস্ত সুদানে গৃহযুদ্ধ গৃহযুদ্দ চলছে। যুদ্ধের জেরে খাদ্যের ভয়ানক আকাল। বহু মানুষ ঘরহারা, খাবারের আকাল। অনেকেই পালাচ্ছেন। খিদের জ্বালায় সেনাবাহিনীর দ্বারস্থ হলেই ললছে নারীদের ওপর নৃশংস অত্যাচার। অসহায় নারীদের খাবার দেবার বদলে ধর্ষণ করা হচ্ছে।
  •  “অন্নপূর্ণার বরপুত্র”, “অলৌকিক মানুষ”, “সাহসী হৃদয়” নানা নামে অিভহিত তিনি। পর্বতশৃঙ্গ জয়ের নেশা তাকে তাড়া করত। সেই শৃঙ্গ জয় করতে গিয়েই একদিন প্রায় ৬০০০ মিটার উচ্চতা থেকে গড়িয়ে পড়ে যান ৭০ মিটার গভীর বরফের ফাটলে। যাকে বলা হয় ক্রেভাস। সেখানে তিন দিন বরফাবৃত থাকার পর সহযাত্রীদের সাহায্যে অবিশ্বাস্য ভাবে বেঁচে ফেরেন। সেই বেঁচে ফেরার কাহিনি শোনালে অনুরাগ মালু।
  • বিশ্বব্যাপী বাড়ছে জনসংখ্যা। বর্তমানে সারা বিশ্বে ৮২০ কোটি মানুষ বসবাস করলেও কয়েক দশকেই ভয়াবহভাবে বেড়ে যেতে পারে। আগামী ৬০ বছরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার চূড়ায় পৌঁছাবে বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টাস-২০২৪ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৮০-এর দশকের মাঝামাঝি জনসংখ্যার পরিমাণ হবে এক হাজার ৩০ কোটি। তবে এর পরই এ সংখ্যা উলে­খযোগ্য হারে কমতে থাকবে বলেও জানিয়েছে জাতিসংঘ।
খেলা
  • আনুষ্ঠানিক ভাবে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন গৌতম গম্ভীর। রাহুল দ্রাবিড়ের জায়গায় তাঁর কাঁধে তুলে দেওয়া হল ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব। দায়িত্ব নিয়েই বললেন, আমাদের কাজ দেশের ১৪০ কোটি মানুষের মুখে হাসি ফোটানো। দেশকে গর্বিত করা।
  • মোহনবাগান দলে ফুটবললার হিসেবে নাম লেখালেন অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। উল্লেখ্য, আইএসএলের ইতিহাসে প্রথম বার একই ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে তিন বিশ্বকাপার—দিমিত্র পেত্রাতস, জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন।