কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুন ২০২৪

175
0
Current Affairs 22nd June

আন্তর্জাতিক
  • কনিষ্ক বিমান দুর্ঘটনার তদন্তের বিষয়টিকে ‘সব থেকে দীর্ঘ ও জটিল তদন্ত’ বলে আখ্যা দিল কানাডা। ঠিক ৩৯ বছর আগে ১৯৮৫ সালের ২৩ জুন মন্ট্রিয়ল থেকে নয়াদিল্লি মুখী এয়ার ইন্ডিয়ার বিমান কনিষ্ক মাঝ আকাশে বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায়। প্রাণ হারিয়েছেন ৩২৯ জন। সন্দেহ, অপারেশন ব্লু স্টারের বদলা নিতে এই বিস্ফোরণ ঘটিয়েছিল খালিশানি জঙ্গিরা। এই ঘটনা নিয়ে এদিন মন্তব্য করেন কানাডার মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার ডেভিড টেবৌল। তদন্ত জারি রয়েছে বলে তিনি জানিয়েছেন।
  • ইন্দোনেশিয়ার রাজধানীর নাম জাকার্তা। কিন্তু সামনের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতার দিন থেকেই নতুন রাজনীতি হয়ে যাচ্ছে নুসেনতারা। সেখানে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু অতিবৃষ্টির জন্য সেই নির্মাণ কার্য বারবার ব্যাহত হচ্ছে। এই সমস্যা সমাধানে ক্লাউড সিডিং প্রযুক্তি অবলম্বনে বৃষ্টি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়া। দক্ষিণ এশিয়ায় এই প্রথম কোন দেশ এই প্রযুক্তি ব্যবহার করতে চলেছে।
  • কাতারের দোহায় আগামী ৩০ জুন ও ১ জুলাই পুনরায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বৈঠকে বসছে আফগানিস্তান। তালিবান শাসিত আফগানিস্তান সরকার নিজেদের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য এই সব দেশের মুখাপেক্ষী হচ্ছে। প্রসঙ্গত, এই তালিবান সরকারকে বিশ্বের কোন দেশই স্বীকৃতি দেয়নি। মূলত মহিলাদের মৌলিক অধিকারের ওপর লাগাতার নিষেধাজ্ঞার জন্যই পৃথিবীর কোন দেশই আগ বাড়িয়ে তাদের স্বীকৃতি জানাতে রাজি নয় বলে জানা গেছে।
  • ইজরায়েলের লাগাতার হামলায় গাজায় নিহতের সংখ্যা অতিক্রম করল ৩৭ হাজার ৫০০। তবে প্রকৃত মৃতের সংখ্যা এর কয়েকগুণ বলে আশঙ্কা করা হচ্ছে। ইউনিসেফের একটি তথ্যে জানা গেছে সেখানকার দশটি শিশুর মধ্যে নটি শিশু অপুষ্টিতে আক্রান্ত। গাজায় পাঁচ লক্ষাধিক মানুষ একবেলা খেয়ে অর্ধঅনাহারে রয়েছেন বলে রাষ্ট্রসঙ্ঘের তথ্য।
জাতীয়
  • নেটের প্রশ্ন ফাঁসের মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে উত্তর প্রদেশের বাসিন্দা রবি অত্রীকে গ্রেপ্তার করল উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাচ ফোর্স। পরীক্ষার প্রশ্ন ফাঁসে অভিযুক্ত হয়ে ২০১২ সালে প্রথমবার গ্রেফতার হয়েছিলেন রবি। ২০১৫ সালে তিনি দ্বিতীয়বার গ্রেপ্তার হন। অনুমান করা হচ্ছে এবছরও বিপুল অর্থের বিনিময়ে এক হাজারের বেশি পরীক্ষার্থীর কাছে পরীক্ষার আগেই তিনি প্রশ্নপত্র পৌঁছে দিয়েছিলেন।
  • বিহারের আরারিয়ায় নবনির্মিত সেতু ভেঙে পড়ার ঘটনার এক সপ্তাহও কাটেনি। এবার ফের সেই বিহারেই সিওয়ান জেলায় গণ্ডক খালের উপর নির্মিত একটি সেতু ভেঙে পড়ল। এই ঘটনায় কেউ হতাহত না হলেও দুটি ব্লকের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
খেলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সুপার এইট পর্যায়ে ভারত ৫০ রানে হারিয়ে দিল বাংলাদেশকে। অ্যান্টিগায় প্রথমে ব্যাট করে ভারত ১৯৬ রান করেছিল। ম্যান অব দ্য ম্যাচ হলেন ভারতের হার্দিক পান্ডিয়া। তিনি ব্যাট হাতে ২৭ বলে অপরাজিত ৫০ রান করেন এবং বল হাতেও এক উইকেট নেন। প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় ভারতের জাতীয় দলের সহকারী অধিনায়ক তিনি। বিরাট কোহলি এদিন ২৮ বলে ৩৭ রান করলেন। সব বিশ্বকাপ মিলিয়ে ওহলির রান ৩০০০ এর গণ্ডি পেরিয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের যেকোন বিভাগে সর্বোচ্চ রান সংগ্রহ করার তালিকায় তিনি শীর্ষে পৌঁছলেন। এদিন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সুপার এইটের অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে পরাস্ত করল মার্কিন যুক্তরাষ্ট্রকে।
  • কোপা আমেরিকা প্রতিযোগিতায় গ্রুপ এ তে চিলি ও পেরুর মধ্যে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হলো। চিলির গোলরক্ষক ছিলেন ক্লদিও ব্রাভো। তিনি কোপা আমেরিকার ইতিহাসে সবথেকে প্রবীণ গোলরক্ষক। ৪১ বছর বয়সেও দাপটের সঙ্গে তিনি খেলে যাচ্ছেন।
  • ইউরো কাপে পর্তুগাল ৩-০ ব্যবধানে হারিয়ে দিল তুরস্ককে। পরপর দুই ম্যাচ জিতে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল পর্তুগাল। বেলজিয়ামও ২-০ গোলে হারিয়ে দিল রোমানিয়াকে। অন্য খেলায় চেক প্রজাতন্ত্র ও জর্জিয়ার মধ্যে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকলো। প্রসঙ্গত, ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে জর্জিয়ার ক্রম ৭৪ এবং চেক প্রজাতন্ত্রের ৩৪। শেষবারের ইউরোয় আত্মঘাতী গোলের সংখ্যা ছিল ১১, এবার ইতিমধ্যেই ছটি আত্মঘাতী গোল হয়েছে ইউরোয়।
  • প্যারিস অলিম্পিকে পুরুষদের টেনিস সিঙ্গেলস প্রতিযোগিতার জন্য ছাড়পত্র পেলেন সুমিত নাগাল। এই ভারতীয় টেনিস খেলোয়াড় ২০২০ টোকিও অলিম্পিকেও অংশগ্রহণ করেছিলেন।
বিবিধ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও কলেজ থেকে বিদেশ থেকে পড়তে যাওয়া ছাত্র-ছাত্রীরা স্নাতক হলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাবেন বলে প্রতিশ্রুতি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।