আগামী ২৮ মে প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানালো আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন। তারা স্পষ্ট জানিয়েছে যে, এই সিদ্ধান্ত ইজরায়েলের বিরুদ্ধে নয়, হামাসের পক্ষেও নয়, একমাত্র শান্তির পক্ষে। প্রসঙ্গত, মে মাসে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় রাষ্ট্রসঙ্ঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৩টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই তিনটি দেশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস। অন্যদিকে প্রবল ক্ষোভ প্রকাশ করেছে ইজরায়েল। ইজরায়েল থেকে এই তিনটি দেশের রাষ্ট্রদূতদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতায় খুন হয়ে গেলেন বাংলাদেশের সাংসদ মহম্মদ আনোয়ারুল আজিম আনার (৫৬)। তিনি বাংলাদেশের ঝিনাইদহ চার আসন থেকে পরপর তিনবার শাসক আওয়ামী লিগ দলের হয়ে সাংসদপদের নির্বাচনে জয়ী হয়েছিলেন। ব্যক্তিগত কারণে তিনি প্রায়শই কলকাতা আসতেন বলে জানা গেছে। তাঁর মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে। সাংসদের দেহ এখনো উদ্ধার হয়নি।
জাতীয়
বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুজনকে চাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নাবালকের জামিন খারিজ করলো মহারাষ্ট্রের জুভেনাইল জাস্টিস বোর্ড। এই ঘটনায় অভিযুক্ত নাবালকের বাবাকে গ্রেপ্তার করাও হয়েছে। পুনের এই ঘটনায় অভিযুক্তের পরিবারের বিভিন্ন অপরাধ মূলক ঘটনার পতিত প্রকাশ্যে চলে এসেছে। প্রসঙ্গত সাড়ে ১৭ বছর বয়সি ওই নাবালক মদ্যপান করে বিলাস বহুল পোর্সে গাড়ি গভীর রাতে বেপরোয়া গতিতে চালিয়ে দুজনকে হত্যায় অভিযুক্ত। ঘন্টায় ১৬০ কিমি গতিতে চালানো ওই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দুজন তরুণতরুণীর।
পশ্চিমবঙ্গে ২০১২ সালে রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি) সংক্রান্ত আইন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে ২০১০ সাল থেকে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলিও বাতিল হয়ে যাবে। তবে এই সার্টিফিকেট নিয়ে কেউ চাকরি পেলে তা বাতিল হবে না বলে জানানো হয়েছে।
খেলা
হকিতে আর্জেন্টিনাকে হারিয়ে দিল ভারত। হকি প্রো লিগে নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২। এরপর টাইব্রেকারে ভারত পাঁচ চার ব্যবধানে জয়ী হয়।
উইম্বলডন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেলসে মূল পর্ব খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতের সুমিত নাগাল। এর আগে ২০১৯ সালে শেষবার কোন ভারতীয় হিসেবে প্রজ্ঞেশ গুণেশ্বরণ উইম্বলডনে সিঙ্গেলসে খেলেছিলেন।
দশ দিনের মধ্যেই নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন নেপালের শেরপা কামি রিটা। তিনি ৩০ বার এভারেস্ট শৃঙ্গ আরোহন করে নিজেরই পুরনো রেকর্ড ভেঙ্গে দিলেন।
বিবিধ
বৈজ্ঞানিক আবিষ্কারের সুবাদে আন্তর্জাতিক পুরস্কার পেয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন এক ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী। মার্কিন নাগরিক শ্রীনিবাস আর কুলকার্নি এবার আরো এক জন বিজ্ঞানীর সঙ্গে পাচ্ছেন জ্যোতির্বিদ্যা বিষয়ক ‘ শ পুরস্কার’ । সুপার নভা বিষয়ক গবেষণার জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন।
২০২৩-২৪ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে দু লক্ষ ১০ হাজার ৮৭৪ কোটি টাকা ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করলো ভারতের রিজার্ভ ব্যাংক। তার আগের অর্থ বর্ষের তুলনায় এই ডিভিডেন্ড ১৪১ শতাংশ বেশি। বস্তুত অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় সরকার অনুমান প্রকাশ করেছিল যে ভারতের রিজার্ভ ব্যাংকের থেকে তারা ১.০২ লক্ষ কোটি টাকা পেতে পারে। বাস্তবে তারা সেই প্রত্যাশার দুই গুণেরও বেশি টাকা পেল।
ভারতের শেয়ার বাজার বিএসই তে নথিভুক্ত সংস্থাগুলির মোট শেয়ার মূল্য অতিক্রম করে গেল পাঁচ লক্ষ কোটি টাকা। এই প্রথমবার এই মাইল ফলক স্পর্শ করল ভারতের শেয়ার বাজার। ২০২৩ সালের ২৯ নভেম্বর তা ৪ লক্ষ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছিল।