কারেন্ট অ্যাফেয়ার্স ২২ নভেম্বর ২০২৩

335
0
Current Affairs 22nd November

আন্তর্জাতিক
  • অবশেষে যুদ্ধ বিরোধী ঘোষিত হলো গাজায়। কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় চার দিন যুদ্ধ বিরতিতে রাজি হল ইজরায়েল এবং হামাস। এই বিষয়ে তারা চুক্তিবদ্ধ হয়েছে। সেখানে ঠিক হয়েছে ১৫০ জন প্যালেস্টাইনিকে ইজরায়েল মুক্তি দেবে এবং ৫০ জন ইজরায়েলের নাগরিককে মুক্তি দেবে হামাস। তাছাড়া গাজা সীমান্তে অপেক্ষারত কয়েকশো জ্বালানি ও ত্রাণ ভর্তি ট্রাককে সেখানে প্রবেশ করতে দেবে ইজরায়েল।
  • প্যাট্রিক ভ্যালেন্সের ডায়েরি নিয়ে উত্তাল ব্রিটেনের রাজনীতি। কোভিড পরিস্থিতির সময় তিনি ছিলেন ব্রিটেনের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা। সেই সময়ে বিভিন্ন প্রশাসনিক বৈঠকের খুঁটিনাটি তিনি লিখে রাখতেন একটি ডাইরিতে। সেই সময়ে ব্রিটেন সরকার কিভাবে পরিস্থিতি সামলেছে তা নিয়ে বর্তমানে শুরু হয়েছে তদন্ত।এখন সেই তদন্তে কাজে লাগছে ওই ডায়েরি। সেখানে এক জায়গায় ভালবাস লিখেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন হতবুদ্ধি হয়ে গিয়েছেন। আবার এক জায়গায় লিখেছেন, পুনরায় লকডাউনের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে অর্থমন্ত্রী ঋষি সুনক বলছেন, মানুষকে মরতে দিন। বর্তমানে বরিস আর প্রধানমন্ত্রী নন এবং সুনক প্রধানমন্ত্রী।
  • বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে ভোট বয়কটের ডাক থেকে সরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা করলো জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লিগ। বিএনপি অবশ্য এখনো ভোট বয়কটের দাবিতে অনড়।
জাতীয়
  • উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে উদ্ধারের জন্য এবার কাজে লাগানো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রিল মেশিন অগার। ২৪ ঘন্টার মধ্যে এই যন্ত্র ২৮ মিটারের বেশি পাথর খুঁড়ে লোহার মোটা পাইপ এগিয়ে নিয়ে যেতে সফল হয়েছে। ফলে খুব দ্রুত শ্রমিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করার আশা জোরালো হয়ে উঠেছে। গত ১১ দিন ধরে তারা বন্দী হয়ে রয়েছেন সুড়ঙ্গের মধ্যে।
  • জি ২০ দেশগুলির ভিডিও মাধ্যমে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো। সেখানে উদ্বোধনী বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রসঙ্গত ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি ২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এদিনের এই ভার্চুয়াল সম্মেলনের পর এই গোষ্ঠীতে ভারতের সভাপতিত্বের মেয়াদ শেষ হচ্ছে।
  • দেশের ৫৯১৭টি ব্লকের ৮০ লক্ষ ছাত্রছাত্রী এবং ৬ লক্ষ শিক্ষক-শিক্ষিকার মধ্যে চালানো হলো শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সমীক্ষা বা স্টেট এডুকেশনাল অ্যাচিভমেন্ট সার্ভে। তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার মান ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে এই সমীক্ষার আয়োজন করেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে এই সমীক্ষায় পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, রাজস্থান, ছত্রিশগড় ও দিল্লি অংশগ্রহণ করেনি।
খেলা
  • বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়ে দিল ব্রাজিলকে। একমাত্র গোলটি করেন ওটামেন্ডি। ঘরের মাঠে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এই ম্যাচে হেরে গেল ব্রাজিল। স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলারদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশের হাতে আর্জেন্টিনার সমর্থকদের আক্রান্ত হতে হয়েছে বলে অভিযোগ। মাঝখানে খেলাও বন্ধ হয়ে যায়। তবে পরে পুনরায় খেলা শুরু হয়। বিশ্বকাপের দীর্ঘ ৬৯ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের বাছাই পর্বে পরাজিত হলো ব্রাজিল।
বিবিধ
  • কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে আরো একগুচ্ছ চুক্তি ও সমঝোতা পত্র স্বাক্ষরিত হলো। কলকাতায় একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করা হবে বলে ঠিক হয়েছে। ক্ষুদ্র ও পর্যটনশিল্পে ৪৮ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানা গেছে। ২০২৩ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে মোট বিনিয়োগের প্রস্তাব এসেছে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার। গত বছর যা ছিল ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার। আগ্রহপত্র এসেছে ১৮৮ টি। গত বছর তা ছিল ১৩৭টি।
  • বণিক সভার উদ্যোগে নয়া দিল্লিতে শুরু হল নর্ডিক বলটিক বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
  • নিজেদের পুরনো সিদ্ধান্ত বাতিল করে চ্যাট জিপিটি সংস্থা তাদের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে পুনরায় ফিরিয়ে নিচ্ছে তাদের সংস্থা ওপেন এআই- এর সিইও পদে।