কারেন্ট অ্যাফেয়ার্স ২২ অক্টোবর ২০২৩

257
0
Current Affairs 22nd October

আন্তর্জাতিক
  • গাজায় সামরিক অভিযান শুরু হবেই বলে পুনরায় হুমকি দিলেন ইজরায়েলের চিফ অফ স্টাফ হার্জি হ্যালোভি। গাজা সীমান্তে তারা সেনা সমাবেশ করছে। গাজায় ২৪ লক্ষ মানুষের বাস। সেখানে অভিযান হলে কি হবে তা ভেবেই শিউরে উঠছেন বিশ্ববাসী। মিশর অবশ্য গাজা সীমান্ত খুলে দিয়েছে।সেখান থেকে ট্রাকে করে কিছু ত্রাণ গাজায় প্রবেশ করছে। ভারত ৩২ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে গাজায়। এদিকে লেবানন থেকে হিজবুল্লা জঙ্গিগোষ্ঠী ইজরায়েলের ওপর হানাদারির হুমকি দিয়েছে। এদিকে গাজা নিয়ে শান্তি বৈঠক ডেকেছিল মিশর সেখানে রাষ্ট্রসঙ্ঘের একাধিক সংগঠন শান্তি স্থাপনের প্রস্তাব দিয়েছে।
জাতীয়
  • ‘অপারেশন অজয়’ অভিযানে ইজরায়েল থেকে ভারতে দ্বিতীয় দফায় ফিরলেন ১৪৩ জন ভারতীয় নাগরিক। যুদ্ধ পরিস্থিতিতে তাঁরা ইজরায়েল থেকে দেশে ফিরতে চেয়েছিলেন।
  • উত্তর প্রদেশ ও বিহারের কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হ।ল রিখটার স্কেল অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল ৫.৩।
  • ভিয়েনা কনভেনশন অনুযায়ী দুই দেশের মধ্যে কূটনৈতিক সংখ্যার ভারসাম্য থাকা উচিত। কানাডার ক্ষেত্রে সেটি লঙ্ঘিত হয়েছিল। এই মন্তব্য করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ভারত পাঁচ উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। এই নিয়ে কুড়ি বছর পর কোন আইসিসি প্রতিযোগিতায় ভারত নিউজিল্যান্ডকে হারাতে সমর্থ হলো। ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছেই হার মেনেছিল ভারত। এদিন পাঁচ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হলেন মহম্মদ শামি। এদিন বিরাট কোহলি ৯৫ রান করেন। অন্যদিকে ভারতের শুভমান গিল আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান সম্পূর্ণ করলেন। এক্ষেত্রে একটি ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০০ রান করার রেকর্ড করেছেন গিল। তিনি মাত্র ৪০ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ রান করে ফেললেন। তিনি ভাঙলেন ১২ বছর আগে শেখর ধাওয়ানের রেকর্ড।
বিবিধ
  • সাংবাদিক ডেকে নিজের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর স্বামীর নাম আন্দ্রে গিয়াম ব্রুনো। ১ দশকের বেশি তাঁদের দাম্পত্যের বয়স। পেশায় টিভি সাংবাদিক আন্দ্রে। তাঁর বিরুদ্ধে একের পর এক নারী ঘটিত কেলেঙ্কারির খবর এসেছে। এরপর একগুচ্ছ নারী বিদ্বেষী মন্তব্যের ভিডিও ক্লিপিংসও সামনে আসে। বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। তারপরই সম্পর্ক ছেদের ঘোষণা করলেন জর্জিয়া ।
  • একদিনে আট লক্ষ তেত্রিশ হাজার যাত্রী পরিবহন করে নতুন রেকর্ড করল কলকাতা মেট্রো। শেষবার ২০১৯ সালে একদিনে ৮ লক্ষের বেশি যাত্রী মেট্রো চড়েছিলেন মহানগরীতে।