আন্তর্জাতিক
- ইতালিতে একদিনে রেকর্ড ১৯,৬৪৪ জন সংক্রমিত হলেন করোনা ভাইরাসে। এর আগে ইউরোপে প্রথম সার্বিক লকডাউনের পথে হেঁটেছিল ইতালি। এখন আর সে পথে না হেঁটে নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণেই জোর দিলেন প্রধানমন্ত্রী জুসেপে কন্তে। বিশ্বে কোভিড সংক্রমিত হয়েছেন ৪,৩২,৫৩,৩৬৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩,১৮,২৩,২২১ জন। মোট ১১,৫৭,৬৮২ জনের প্রাণহানি হয়েছে করোনায়
- মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে নিয়মিতভাবে জায়গা করে নিচ্ছে ভারত। গত ২২ অক্টোবর টেনেসির ন্যাশভিলে একটি বিতর্ক সভায় মার্কিন রাষ্ট্রপতি ভারতের বাতাসকে নোংরা (ফিলদি) বলেছিলেন। সেই প্রসঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বললেন, ‘মিত্র দেশ সম্পর্কে কেউ একথা বলে না’।
জাতীয়
- ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যখন করোনা সংক্রমণ বাড়ছে তখন ভারতে এই হার নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে ৫০,১২৯ জন সংক্রমিত হয়েছেন। গত ২২ দিন ধরে সংক্রমিতের তুলনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি। মোট ৭৮,৬৪,৮১১ জন সংক্রমিত হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখন ৬,৬৮,১৫৪। সুস্থতার হার ৯০ শতাংশ। মোট প্রাণহানি হয়েছে ১,১৮,৫৩৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য জানিয়েছে। দেশের মধ্যে কেরলে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় সেখানে ৮ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ওনাম উৎসবে সতর্কবিধি না মানার ফল তাদের দিতে হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বেড়ে হল ২,০০৩। এর মধ্যে ১,১২৬টি সরকারি প্রতিষ্ঠান। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন। অন্যদিকে দেশে মৃত্যুহার কমে হল ১.৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে করোনায়। গত ৯৮ দিনে এটাই দৈনিক মৃত্যু সংখ্যায় সব থেকে কম।
বিবিধ
- টানা ২০ দিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন অভিনেতা, সাহিত্যিক সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি প্রথমে কোভিড আক্রান্ত হলেও বর্তমানে কোভিড মুক্ত হয়েছেন। কিন্তু মস্তিষ্কে সেই সংক্রমণের প্রকোপে এখনও তিনি সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। গত ১৭ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
খেলা
- হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কপিল দেব। হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় তাঁকে গত ২২ অক্টোবর দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
- ইতিহাস গড়লেন লুইস হ্যামিলটন। ফর্মুলা ওয়ান রেসিংয়ের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ট্রফি জেতার রেকর্ড গড়লেন তিনি। পর্তুগাল গ্রাঁ প্রি রেস জিতে তিনি কেরিয়ারে ৯২তম খেতাব জিতলেন। হ্যামিলটন ভাঙলেন মিখায়েল শ্যুমাখারের ৯১টি রেস জেতার রেকর্ড।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল