জাতীয়
- সাংবাদিক, লেখক, সমাজকর্মী এবং কূটনীতিক কুলদীপ নায়ার (৯৫) প্রয়াত হলেন। ১৯৯০ সালে তিনি ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন। ১৯৯৭ সালে রাজ্যসভার সাংসদ মনোনীত হয়েছিলেন নায়ার। ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ছিলেন দীর্ঘ সময়। জরুরি অবস্থার সময় কারারুদ্ধ হন। ‘বিয়ন্ড দ্য লাইনস’, ‘ইমার্জেন্সি রিটোল্ড’ সহ ১৫টি বই লিখেছিলেন। ভারত-পাক শান্তি প্রক্রিয়ায় তাঁর দৌত্য ছিল প্রশংসনীয়।
- কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দায়িত্ব নিলেন অরুণ জেটলি। কিডনি প্রতিস্থাপনের কারণে প্রায় ৩ মাস তাঁর দায়িত্ব পালন করেছেন পীযূষ গয়াল।
- তামিলনাড়ু সরকার আচমকা বিপুল জল ছাড়ার ফলেই কেরলায় এত ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে অভিযোগ করল কেরালা সরকার। প্রসঙ্গত, কেরালায় এখনও ১৩ লক্ষাধিক মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন।
আন্তর্জাতিক
- প্যারিসে এক যুবকের ছুরি নিয়ে হামলায় মৃত্যু হল ২ জনের। নিহত দুজন ওই যুবকের মা ও বোন। পরে পুলিশের গুলিতে মৃত্যু হল হামলাকারীর। আইএস জঙ্গিগোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করল।
- ‘আমায় ইমপিচ করা হলে মার্কিন অর্থনীতি ধসে পড়বে। গরিব হয়ে যাবেন মার্কিন নাগরিকগণ’— এই মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন এবং প্রাক্তন প্রচার সচিব পল ম্যানাফোর্ট আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তার আঁচ ট্রাম্পের ওপরও পড়তে পারে। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।
- ছয় সপ্তাহে জন্য স্থগিত হয়ে গেল অস্ট্রেলীয় সংসদের অধিবেশন। পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বাছাই নিয়ে লেবার পার্টির দ্বন্দ্বের জন্য এই পরিস্থিতি। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এদিন ভোট হারালেন স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটনকে। লড়াইয়ে আছেন অর্থমন্ত্রী স্কট মরিসন, বিদেশমন্ত্রী জুলি বিশপও।
খেলা
- এশিয়ান গেমসে রুপো জিতলেন শার্দুল বিহান। ১৫ বছরের শার্দুল ভারতের কনিষ্ঠতম শ্যুটার হিসাবে ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে পদক জিতলেন। তিনি মীরাটের দয়াবতী মোদী আকাদেমির দশম শ্রেণির ছাত্র। এদিন ইরানের কাছে হেরে সোনার লড়াই থেকে ছিটকে গেল ভারতের কবাডি দল। সাতবারের সোনাজয়ী দল এই প্রথমবার ফাইনালে উঠতে ব্যর্থ হল। পেল ব্রোঞ্জ।
- টি ২০ ক্রিকেট থেকে অবসর নিলেন ঝুলন গোস্বামী। দেশের হয়ে ৬৮টি টি ২০ ম্যাচে তাঁর সংগ্রহ ৫৬টি উইকেট। মেয়েদের একদিনের ক্রিকেটে তিনি সর্বোচ্চ উইকেট পেয়েছেন (১৬৯ ম্যাচে ২০০ উইকেট)।
- আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন বিরাট কোহলি।
- সিঙ্কফিল্ড কাপে বিশ্বনাথন আনন্দ-ম্যাগনাস কার্লসেন ম্যাচ ড্র হল।
- ঘুষ কেলেঙ্কারির জেরে ব্রাজিল ফুটবল সংস্থার প্রাক্তন প্রধান জোস মারিয়াকে (৮৬) ৪ বছরের কারাদণ্ড দিল মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত।
বিবিধ
- বার্ষিক ১৬০০ কোটি ডলার চিনা পণ্যে ২৫ শতাংশ কর চাপানোর সিদ্ধান্ত জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে চিনও জানিয়েছে, তাদের দেশে সমপরিমাণ অঙ্কের মার্কিন পণ্যেও ২৫ শতাংশ হারে কর চাপানো হবে। অন্য দিকে নয়া মার্কিন নিষেধাজ্ঞার জেরে সেখানকার বৈদ্যুতিন সামগ্রী আর কিনবে না বলে সিদ্ধান্ত জানাল রাশিয়া। ভবিষ্যতে যাবতীয় মার্কিন পণ্য বয়কটের হুমকি দিলেন রাশিয়ার সাংসদ অ্যালেক্সাই বনদ্রাতিয়েভ।