কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ সেপ্টেম্বর, ২০২০

956
0
kazuyoshi-miura

আন্তর্জাতিক

  • একসঙ্গে ৩৮০টি তিমির মৃত্যু হল দক্ষিণ অস্ট্রেলিয়ায়। তাসমানিয়ার পশ্চিম উপকূলে ম্যাকুয়ার হারবার এলাকায় বালির চরে আটকে গিয়েছিল ৪৬০টি তিমির দল। তাসমানিয়ার বন্যপ্রাণী দপ্তরের চেষ্টায় ৮০টি গভীর সমুদ্রে ফিরতে পেরেছে। প্রায় ১০ কিমি এলাকায় মৃত তিমির দেহ রয়েছে ছড়িয়ে।
  • রাষ্ট্রসংঘের ৭৫তম বার্ষিক সাধারণ সভার বক্তব্যে কোভিড সংক্রমণকে ‘চিনের সৌজন্য বলে মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রাষ্ট্রসংঘের সব কর্মীকে বিনামূল্যে স্ফুটনিক ভি টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন। এদিকে বিশ্বে মোট কোভিড আক্রান্তের সংখ্যা হয়েছে ৩,২০,১১,৬৯৩। প্রাণহানি হয়েছে ৯,৭৯,২৮৯ জনের। রাশিয়া দাবি করল, কোভিড প্রতিষেধক দ্বিতীয় টিকা ‘এপিভ্যাক করোনা’ খুব শীঘ্র তারা প্রস্তুত করে ফেলেবে।

বিবিধ

  • ২০২০ সালে বিশ্বের প্রভাবশালী একশো জনের তালিকা প্রকাশ করল মার্কিন পত্রিকা ‘টাইম’। সেখানে ৩ জন ভারতীয়ের নাম রয়েছে। তাঁরা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং শাহিনবাগ আন্দোলনের প্রবীণ নেত্রী ৮২ বছর বয়সী বিলকিস (দাদি)। প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে চতুর্থ বার টাইম-এর তালিকায় নাম উঠল নরেন্দ্র মোদীর। তিনজন ভারতীয় বংশোদ্ভূতের নাম রয়েছে তালিকায়। তাঁরা হলেন সুন্দর পিচাই, কমলা হ্যারিস এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এইচআইভি বিষয়ক চিকিৎসক-গবেষক রবীন্দ্র গুপ্ত।

জাতীয়

  • দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউট শুরুর ৬ মাস পূর্ণ হল। ২৪ মার্চ মধ্যরাত থেকে শুরু হয়েছিল প্রথম লকডাউন। ইতিমধ্যে দেশে এই সংক্রমণে ৯০ হাজার জনের জীবনহানি ঘটেছে (৯০,০২০)। মোট ৫৬,৪৬,০১০ জন সংক্রমিত হয়েছেন। প্রতিদিন প্রায় হাজার জনের মতো মৃত্যু হচ্ছে করোনায়। অন্যদিকে টানা পাঁচ দিন ধরে প্রত্যহ সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অতিক্রম করে যাচ্ছে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যাকে। পরিস্থিতি সামলাতে এদিন ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও পাঞ্জাব। দেশের ৭০০ জেলার ৬০টিতে কোভিড পরিস্থিতির উন্নতি হলে দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। এই ৬০টি জেলা এই ৭টি রাজ্যে রয়েছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি।

খেলা

  • আসন্ন ফরাসি ওপেনের যোগ্যতা পর্বের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন ভারতের প্রজ্ঞেশ গুণেশ্বরণ।
  • বিশ্বে সব থেকে প্রবীণ পেশাদার ফুটবলারের নজির গড়লেন জাপানের কাজুয়োশি মিউরা। ৫৩ বছর ৬ মাস ২৮ দিন বয়সেও জে লিগে খেলে তিনি এই নজির গড়লেন। ইওকোহামার হয়ে খেলে তিনি ভাঙলেন মাসাশি লাকাইয়ামার নজির।