কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জুলাই ২০২১

schedule
2021-08-02 | 17:54h
update
2021-08-02 | 18:05h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: DNA India

আন্তর্জাতিক
  • বাংলাদেশ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যা ও ভূমিধসে কুড়ি জনের মৃত্যু হল। তার মধ্যে ৬ জন রোহিঙ্গা শরণার্থী। কক্সবাজারের উখিয়া এলাকায় অস্থায়ী শিবিরে প্রায় সাত লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে রাখার ব্যবস্থা করেছিল বাংলাদেশ। বন্যার কবলে পড়েছে সেই শিবিরের একাংশ।
  • ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর পরিচয় জানার পর মাথা কেটে তাকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা। মার্কিন সংবাদপত্র এই দিন এই তথ্য প্রকাশ করল। কৌতুক শিল্পী ফজল মোহাম্মদের ক্ষেত্রেও তার পরিচয় জানার পরেই তাকে ঠান্ডা মাথায় তালিবানরা হত্যা করেছে বলে জানা যায়।
Advertisement

জাতীয়
  • দেশে এদিন ৪৪২৩০ জন করনা ভাইরাসে সংক্রমিত হলেন যা গত তিন সপ্তাহে সর্বোচ্চ। এই সময়ে ৫৫৫ জনের প্রাণহানি হয়েছে করোনায়। সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি কেরলে। সেখানেই এদিন ২২ হাজার জন সংক্রমিত হয়েছেন। দেশের সক্রিয় রোগীর ৩৭ শতাংশই কেরলে। উত্তর-পূর্ব ভারতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী।
  • ঝাড়খন্ডের ধানবাদে দুষ্কৃতীদের হামলায় একজন বিচারকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর দেশের আদালত ও বিচারকদের সুরক্ষা নিয়ে একটি মামলা স্বতঃস্ফূর্তভাবে শুরু করল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত ধানবাদে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আনন্দের মৃত্যুর সূত্রেই মামলা বলে উল্লেখ করা হয়েছে।
  • সিবিএসই দ্বাদশে ৯৯.৩৭ শতাংশ পড়ুয়া পাস করলেন।  কোভিড পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যায়নি। বিশেষ পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে ১৩০৪৫৬১ জনের।
বিবিধ
  • ২০০৫ সালে ছাবড়িয়াদের থেকে মালিকানা বদল হয়ে পবন রুইয়া গোষ্ঠীর হাতে গিয়েছিল ডানলপ। এবার তার বিপণন সত্ব কিনল রালসন (ইন্ডিয়া)। ১৯৭৪ সালে পাঞ্জাব থেকে যাত্রা শুরু করেছিল রালসন।
খেলা
  • অলিম্পিকের নতুন রেকর্ড গড়লেন দক্ষিণ কোরিয়ার মেয়ে আন সান। তিনি তিরন্দাজিতে তিনটি সোনা জিতলেন (ব্যক্তিগত, দলগত ও মিক্সড ইভেন্টে)। এই প্রথম কেউ তিরন্দাজিতে তিনটি সোনা জিতলেন। মহিলাদের দুশো মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে দুমিনিট ১৮.৯৫ সেকেন্ড সময় করে বিশ্ব রেকর্ড করলেন দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা শুনমেকার।  টেনিসে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে আলেকজান্ডার জেরোভর কাছে হেরে গেলেন নোভাক জোকোভিচ। ফলে কেরিয়ারের গোল্ডেন স্ল্যাম জেতা হল না তার। মহিলাদের বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন ভারতের লাভলিনা বরগোঁহাই। মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গেল সেমি ফাইনালে উঠলেন পিভি সিন্ধু।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 16:13:07
Privacy-Data & cookie usage: