কারেন্ট অ্যাফেয়ার্স ৬ আগস্ট ২০২১

625
0
current affairs

আন্তর্জাতিক
  • কাবুলে তালেবান জঙ্গিরা গুলি করে হত্যা করল আফগান তথ্য ও সম্প্রচার বিভাগের প্রধান দাওয়া খান সেনাপালকে। তিনি ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আফগান রাষ্ট্রপতির মুখপাত্র ছিলেন। প্রতিহিংসাবশত তাঁকে হত্যা করা হয়েছে বলে ঘটনার দায়ভার স্বীকার করল তালেবান নেতৃত্ব। এদিনই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ভারতের উদ্যোগে আফগানিস্তান নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হল।
  • পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার একটি গণেশ মন্দিরে‌ ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করল দুষ্কৃতীরা। আক্রান্ত হন সেখানকার সংখ্যালঘু মানুষও। এদিন ঘটনার নিন্দা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনা সংক্রমণ। এদিন দৈনিক সংক্রমণ পেরিয়ে গেল ১ লক্ষের মাইল ফলক।
জাতীয়
  • ইরানের নতুন রাষ্ট্রপতি ইব্রাহিম রইসির সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইরানের চাবাহার বন্দরে ভারত বিনিয়োগ করেছে। সেদেশে পরিকাঠামো ক্ষেত্রে ভারত আরও লগ্নি করতে আগ্রহী বলে জয়শঙ্কর জানিয়েছেন।
  • ভারত- চিন সীমান্তের গোগরা এলাকা থেকে সেনার পশ্চাদপসরণ সম্পূর্ণ করল দুটি দেশই। গত ১৫ মাস এখানে চোখে চোখ রেখে পাহারায় ছিল দু’দেশের সেনারা।
বিবিধ
  • দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করার সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৯১ সালে নিহত হন। ১৯৯২ সালে তাঁর নামেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার চালু হয়েছিল।
  • সন্তান মায়ের পদবি ব্যবহার করতে‌ পারে বলে‌ একটি মামলার পর্যবেক্ষণে জানাল দিল্লি হাইকোর্ট।
খেলা
  • অলিম্পিকে মেয়েদের হকির সেমিফাইনালে ব্রিটেনের কাছে ৪-৩ গোলে হেরে গেল ভারত। পেল চতুর্থ স্থান। এর আগে ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে ৬ দেশের মধ্যে চতুর্থ স্থান প্রাপ্তি ছিল ভারতের মহিলা হকি দলের শ্রেষ্ঠ সাফল্য। ছেলেদের ৬৫ কেজি কুস্তির সেমি ফাইনালে হেরে গেলেন বজরং পুনিয়া। । ছেলেদের ৪০০ মিটার রিলে রেসে এশীয় রেকর্ড করলেও ভারত কোনো পদক পেল না। মেয়েদের ৪০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জিতে অভিনব নজির গড়লেন অ্যালিসন ফেলিক্স। ৩৫ বছরের ফেলিক্সের এটা দশম অলিম্পিক পদক। যা অন্য কোনো মহিলা ক্রীড়াবিদের নেই ( ৬ সোনা,৩ রুপো,১ ব্রোঞ্জ)। তিনি ভাঙলেন জামাইকার মেরিলিন ওট্টের রেকর্ড (৯টি পদক)।
  • ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারত প্রথম ইনিংসে ২৭৮ রান করল। ইংল্যান্ড প্রথম ইনিংসে‌ ১৮৩ রান করেছিল।