পূর্ব আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের চমকানির গুরুদ্বার থেকে শিখ সম্প্রদায়ের পতাকা নামিয়ে দিয়েছিল তালেবান জঙ্গিরা। শিখদের কাছে এটি অতি গুরুত্বপূর্ণ গুরুদ্বার। স্বয়ং গুরুনানক সেখানে গিয়েছিলেন। নয়াদিল্লি এই ঘটনার তীব্র সমালোচনা করেছিল। এরপর তালিবান প্রতিনিধিরা গিয়ে ‘নিশান সাহিব’ যথাস্থানে রাখার ব্যবস্থা করল। এদিকে লাহোরের হিন্দু মন্দিরে হামলায় ৫০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ।
রাষ্ট্রসঙ্ঘে মায়ানমারের রাষ্ট্রদূত কাও মোড়ে তুনকে হত্যার ষড়যন্ত্রে দুজন মায়ানমারের নাগরিককে গ্রেফতার করল নিউইয়র্কের পুলিশ। গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই প্রাণহানির আশঙ্কা করছিলেন ওই রাষ্ট্রদূত। জুন্টা সরকার তাকে পদচ্যুত করেছিল। কিন্তু রাষ্ট্রসংঘ সামরিক সরকারকে স্বীকৃতি না দেওয়ায় তিনি নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
জাতীয়
জনসন অ্যান্ড জনসন এর তৈরি করোনা প্রতিষেধককে ছাড়পত্র দিল ভারত। এ নিয়ে করোনার পঞ্চম প্রতিষেধক ভারতের বাজারে ছাড়পত্র পেল। এর একটি ডোজই দেওয়া হবে। এটি ৮৪ শতাংশ কার্যকর বলে দাবি নির্মাতাদের।
বাংলাদেশকে ১১০ টি অ্যাম্বুলেন্স পাঠাবে ভারত। প্রথম দফায় এইদিন পেট্রাপোল সীমান্তে ঢাকার হাতে ৩০ টি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হল।
বিবিধ
জন্ম সার্ধশতবর্ষ পালিত হল অবনীন্দ্রনাথ ঠাকুরের। ১৮৭১ সালের ৭ আগস্ট জন্ম হয়েছিল তাঁর। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ এই তারিখেই হওয়ার পর থেকে তিনি নিজে জন্মদিন পালনে উৎসাহ দেখাতেন না। কোভিড পরিস্থিতিতে তার সার্ধশত জন্মবার্ষিকীও প্রায় নীরবেই অতিবাহিত হল।
খেলা
ইতিহাস গড়লেন নীরজ চোপড়া।অলিম্পিকের ১২৫ বছরের ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে অ্যাথলেটিক্সে কোনো পদক জিতলেন তিনি। এবং জিতলেন সোনার পদক। এর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে নরমাল প্রিচার্ড ভারতের হয়ে দুটি রুপো জিতলেও তিনি ছিলেন ব্রিটিশ। অ্যাথলেটিক্সে মিলখা সিং এবং পিটি উষা চতুর্থ স্থান পেয়েছিলেন। এদিন নীরজ জ্যাভলিন থ্রো বিভাগে ৮৭.৫৮ মিটার ছুঁয়ে চ্যাম্পিয়ন হলেন। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ২৩ বছরের নীরজ। ২.৭ মিটার দীর্ঘ ৮০০ গ্রাম ওজনের জ্যাভলিনটির দ্বিতীয় বারের ছোড়াতেই তাঁর সোনা জয় নিশ্চিত হয়ে যায়। চেক প্রজাতন্ত্রের জাকুব ভাডলেচ ৮৬.৮৭ মিটার ছুড়ে রুপো পেলেন। সেনাবাহিনীর সুবেদার নীরজের বাড়ি হরিয়ানার পানিপথের খাওরা গ্রামে। এই সাফল্য পি টি উষা এবং প্রয়াত মিলখা সিংকে উৎসর্গ করলেন তিনি। এদিকে ৬৫ কেজির কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন ভারতের রবি দাহিয়া। কাজাখস্তানের ডাউলেট নিয়াজবেকভকে ৮-০ ব্যবধানে হারালেন তিনি। এর ফলে টোকিও অলিম্পিকে ভারতের সাতটি পদক জেতা হয়ে গেল যা ভারতের ক্ষেত্রে সর্বোচ্চ। পদক তালিকায় এখন ভারতের ক্রম ৪১। মেয়েদের গলফ্-এ চতুর্থ স্থান পেলেন ভারতের অদিতি অশোক। ছেলেদের ফুটবলে স্পেনকে ২-১ গোলে হারিয়ে সোনা জিতল ব্রাজিল।
টেন্ট ব্রিজ টেস্টে শতরান করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (১০৯)। ৫ উইকেট পেলেন যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে করল ৩০৩ রান।