Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ৭ আগস্ট ২০২১

Current Affairs 2023

Courtesy: Hindustan Times


আন্তর্জাতিক
জাতীয়
বিবিধ
খেলা
  • ইতিহাস গড়লেন নীরজ চোপড়া।অলিম্পিকের ১২৫ বছরের ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে অ্যাথলেটিক্সে কোনো পদক জিতলেন তিনি। এবং জিতলেন সোনার পদক। এর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে নরমাল প্রিচার্ড ভারতের হয়ে দুটি রুপো জিতলেও তিনি ছিলেন ব্রিটিশ। অ্যাথলেটিক্সে মিলখা সিং এবং পিটি উষা চতুর্থ স্থান পেয়েছিলেন। এদিন নীরজ জ্যাভলিন থ্রো বিভাগে ৮৭.৫৮ মিটার ছুঁয়ে চ্যাম্পিয়ন হলেন। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ২৩ বছরের নীরজ। ২.৭ মিটার দীর্ঘ ৮০০ গ্রাম ওজনের জ্যাভলিনটির দ্বিতীয় বারের ছোড়াতেই তাঁর সোনা জয় নিশ্চিত হয়ে যায়। চেক প্রজাতন্ত্রের জাকুব ভাডলেচ ৮৬.৮৭ মিটার ছুড়ে রুপো পেলেন। সেনাবাহিনীর সুবেদার নীরজের বাড়ি হরিয়ানার পানিপথের খাওরা গ্রামে। এই সাফল্য পি টি উষা এবং প্রয়াত মিলখা সিংকে উৎসর্গ করলেন তিনি। এদিকে ৬৫ কেজির কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন ভারতের রবি দাহিয়া। কাজাখস্তানের ডাউলেট নিয়াজবেকভকে ৮-০ ব্যবধানে হারালেন তিনি। এর ফলে টোকিও অলিম্পিকে ভারতের সাতটি পদক জেতা হয়ে গেল যা ভারতের ক্ষেত্রে সর্বোচ্চ। পদক তালিকায় এখন ভারতের ক্রম ৪১। মেয়েদের গলফ্-এ চতুর্থ স্থান পেলেন ভারতের অদিতি অশোক। ছেলেদের ফুটবলে স্পেনকে ২-১ গোলে হারিয়ে সোনা জিতল ব্রাজিল।
  • টেন্ট ব্রিজ টেস্টে শতরান করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (১০৯)। ৫ উইকেট পেলেন যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে করল ৩০৩ রান।
Exit mobile version