কারেন্ট অ্যাফেয়ার্স ৮ আগস্ট ২০২১

571
0
Current Affairs 1st July

আন্তর্জাতিক
  • আফগানিস্তানের কুন্দুজ প্রদেশ দখল করল তালেবান জঙ্গিরা। সেখানকার রাজধানী স্যর -ই-পুলের জেল ভেঙে দিয়েছে তারা। জোজান প্রদেশ দখল করে সেখানকার সেরেরগান কারাগার ভেঙেও ৭০০ বন্দিকে তারা ছাড়িয়ে নিয়ে গেছে। সরকারি সূত্র এ খবর জানিয়ে বলেছে প্রদেশগুলির পুনরুদ্ধারে লড়াই চালাচ্ছেন আফগান সেনা। এদিন ১৮ টি প্রদেশেই আফগান বাহিনীর হাতে ৮৭২ জন তালেবান জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করল আফগান সরকার।
  • নাইজেরিয়ার চিবক শহরে সাত বছর পর ঘরে ফিরলেন রুথ লাদার পোন্ড। ২০১৪ সালের এপ্রিল মাসে একটি স্কুল থেকে যে ২৭০ জন ছাত্রীকে বোকোহারাম জঙ্গিরা অপহরণ করেছিল রুথ তাদেরই একজন। এখানে একজন জঙ্গির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল তাকে। সাত বছর পর স্বামী প্রশাসনের কাছে দুই সন্তানসহ আত্মসমর্পণ করেন রুথ।
জাতীয়
  • ভারতে করোনা টিকা প্রয়োগের অনুমতি চাইল প্রতিষেধক প্রস্তুতকারী মার্কিন সংস্থা নোভাভ্যাক্স। ভারতে ইতিমধ্যেই পাঁচটি সংস্থা এই অনুমোদন পেয়েছে।
  • করোনা আবহে স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের মৌলিক শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একটি রিপোর্টে জানা গিয়েছে। সংসদীয় কমিটির রিপোর্ট পেশ করল।
  • সরাসরি যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি পেলেন আইটিবিপি এর দুই মহিলা অফিসার।
বিবিধ
  • সরলা ঠাকরলকে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল গুগল। ভারতের প্রথম মহিলা বৈমানিক সরলা। এদিন ছিল তার ১০৭ তম জন্মবার্ষিকী।
  • করোনা বিধি উড়িয়ে প্রায় ৫০০ জনের উপস্থিতিতে রাতভর পার্টি করে নিজের ৬০ তম জন্মদিন পালন করলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। ম্যাসাচুসেটসের মার্থা ভাইন ইয়ার্ড দ্বীপে নিজের প্রাসাদেই পার্টি অনুষ্ঠিত হল।
খেলা
  • সমাপ্ত হল টোকিও অলিম্পিক ২০২০। ৩৯ সোনা সহ ১১৩টি পদক জিতে মার্কিন যুক্তরাষ্ট্র পেল প্রথম স্থান। চিন (৩৮ সোনা,৮৮ পদক), জাপান (২৭ সোনা সহ ৫৮ পদক) পেল দ্বিতীয় ও তৃতীয় স্থান। প্রতিযোগিতায় সবথেকে সফল মার্কিন অ্যাথলিট ড্রেসেল। সাঁতারে তিনি পাঁচটি সোনা জিতলেন। মহিলা ক্রীড়াবিদদের মধ্যে সফলতা অস্ট্রেলিয়ার সাঁতারু এম্মা সেকন (৪টি সোনা সহ ৭টি পদক)। ভারত পেল ৪৮ তম ক্রম।১টি সোনা,২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ মিলিয়ে ভারত সাতটি পদক পেল। যা দেশের ইতিহাসে সবথেকে বেশি অলিম্পিক পদক। ২০১২ লন্ডন অলিম্পিকে ভারত ৬টি পদক পেয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করলেন কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ী বজরং পুনিয়া।
  • বৃষ্টিতে ভেস্তে গেল টেন্ট ব্রিজ টেস্টের পঞ্চম দিন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে এই টেস্ট ড্র হল।