Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ৮ আগস্ট ২০২১

Current Affairs 1st July

আন্তর্জাতিক
জাতীয়
বিবিধ
খেলা
  • সমাপ্ত হল টোকিও অলিম্পিক ২০২০। ৩৯ সোনা সহ ১১৩টি পদক জিতে মার্কিন যুক্তরাষ্ট্র পেল প্রথম স্থান। চিন (৩৮ সোনা,৮৮ পদক), জাপান (২৭ সোনা সহ ৫৮ পদক) পেল দ্বিতীয় ও তৃতীয় স্থান। প্রতিযোগিতায় সবথেকে সফল মার্কিন অ্যাথলিট ড্রেসেল। সাঁতারে তিনি পাঁচটি সোনা জিতলেন। মহিলা ক্রীড়াবিদদের মধ্যে সফলতা অস্ট্রেলিয়ার সাঁতারু এম্মা সেকন (৪টি সোনা সহ ৭টি পদক)। ভারত পেল ৪৮ তম ক্রম।১টি সোনা,২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ মিলিয়ে ভারত সাতটি পদক পেল। যা দেশের ইতিহাসে সবথেকে বেশি অলিম্পিক পদক। ২০১২ লন্ডন অলিম্পিকে ভারত ৬টি পদক পেয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করলেন কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ী বজরং পুনিয়া।
  • বৃষ্টিতে ভেস্তে গেল টেন্ট ব্রিজ টেস্টের পঞ্চম দিন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে এই টেস্ট ড্র হল।
Exit mobile version