কারেন্ট অ্যাফেয়ার্স ৯ আগস্ট ২০২১

schedule
2021-08-12 | 14:21h
update
2021-08-12 | 14:23h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • গত ছয় বছরে বিশ্বের তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ২০৩০ সালের মধ্যে তা ১.৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে।  ২০০৬ থেকে ২০১৮ সালে বছরে ৩.৭ মিলিমিটার করে বেড়েছে জলস্তর। এদিন রাষ্ট্রসংঘ প্রকাশিত ‘ক্লাইমেট চেঞ্জ  ২০২১:  দ্য ফিজিক্যাল সায়েন্স বেসিস’ রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।
  • উত্তর আফগানিস্তানে বলখ প্রদেশের রাজধানী বলখ শহরে প্রকাশ্য দিবালোকে বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা করে নাজনীন নামের এক যুবতীকে হত্যা করল তালেবান জঙ্গিরা। নাজনীন আঁটোসাঁটো পোশাক পরেছিলেন বলে মনে হয়েছিল জঙ্গিদের।
Advertisement

জাতীয়
  • রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করলেন তিনি। এদিন বৈঠক ডাকা হয়েছিল ‘সমুদ্রপথে নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা’ বিষয়ে।
  • ইজরায়েলের কাছ থেকে ফোনে আড়িপাতার ‘পেগাসাস’ সফটওয়্যার কেনা হয়নি বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বিবিধ
  • ১১৬১টি ‘অসাংবিধানিক’ শব্দের তালিকা প্রকাশ করা হল মধ্যপ্রদেশ বিধানসভার তরফে। ১৯৫৪ সাল থেকে এখনো পর্যন্ত অধিবেশন চলার সময় কার্যবিবরণী থেকে বাদ পড়া শব্দগুলির তালিকা প্রকাশ করে তার ব্যবহারে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিধায়কদের।
খেলা
  • দেশে ফিরলেন অলিম্পিকের প্রতিযোগিরা। ৪৮তম ক্রমে থেকে ভারত এবার ভালো ফল করেছে। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ভারতের ৫১ তম স্থান ছিল। ২০১২ , ২০১৬ সালে ভারত যথাক্রমে ৫৭ ও ৬৭ তম স্থান পেয়েছিল। পদক সংখ্যার বিচারে ভারত ৩৩ তম স্থানে রয়েছে। ১৯৮০ সালে ২৩ তম স্থানে ছিল ভারত।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 03:51:06
Privacy-Data & cookie usage: