কারেন্ট অ্যাফেয়ার্স ১০ আগস্ট ২০২১

584
0
daily current affairs

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে প্রিন্স অ্যান্ড্রুর নামে মামলা করলেন ভার্জিনিয়া জিওফ্রে। নাবালিকা নির্যাতন আইনে মামলা করা হয়েছে। ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে ভার্জিনিয়া যখন নাবালিকা ছিলেন এন্ড্রু তখন তার উপর তিন বার যৌন নির্যাতন চালিয়েছিলেন বলে অভিযোগ। প্রসঙ্গত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের তৃতীয় সন্তান অ্যান্ড্রু। ,২০১৫ সালে ফ্লোরিডায় জেফরি এপস্টাইনের বিরুদ্ধে ভার্জিনিয়া যে  মামলা করেছিলেন সেখানেও অ্যান্ড্রুর প্রসঙ্গ এসেছিল।
  • পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার হিন্দু মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করে মন্দিরটি সারিয়ে দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছিল পাক সুপ্রিম কোর্ট। তারপর এই মন্দিরটি সারিয়ে হিন্দুদের হাতে তুলে দেওয়া হল।
জাতীয়
  • আফগানিস্তানে যেসব ভারতীয় রয়েছেন তাদের দেশে ফিরে আসতে বলা হলো। উত্তর আফগানিস্তানে মাজার- ই- শরিফের দূতাবাস থেকেও কর্মীদের ফিরিয়ে আনা হল বিশেষ বিমানে। আগে কান্দাহার, হেরাট ও জালালাবাদের ভারতীয় কনস্যুলেট থেকে কর্মীদের ফিরিয়ে এনেছে ভারত। এখন একমাত্র কাবুল ছাড়া সে দেশে অন্য কোনো ভারতীয় দূতাবাস সক্রিয় নেই।
  • ২০১৯ সালের ৫ আগস্ট  জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর সেখানে ভিন্ন রাজ্যের দুইজন ব্যক্তির সম্পত্তি কিনেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই তথ্য জানালেন।
  • এদিন দেশে করোনায় সংক্রমিত হলেন ২৮২০৪ জন, যা গত ১৪৭ দিনে সর্বনিম্ন।
বিবিধ
  • গুজরাটের গির অরণ্যে সিংহের সংখ্যা বাড়ল। ২০১৫  সালে ৫২৩ থেকে ২০২০ সালে তা বেড়ে ৬৭৪ হয়েছে। আন্তর্জাতিক সিংহ দিবসে এই তথ্য প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খেলা
  • টোকিও অলিম্পিকে শৃঙ্খলা ভঙ্গের জন্য কুস্তিগীর ভিনেশ ফোগতকে সাসপেন্ড করল জাতীয় কুস্তি সংস্থা।
  • বার্সেলোনার ছাড়ার সিদ্ধান্ত আগেই জানা গিয়েছে প্যারিস সাঁ জা দলে খেলার সিদ্ধান্ত জানালেন লিওনেল মেসি। ভারতীয় অংকে বার্ষিক ২৫৭ কোটি টাকার বিনিময়ে পিএসজিতে খেলবেন তিনি।
  • ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে বলে জানাল আইসিসি।