কারেন্ট অ্যাফেয়ার্স ১১ আগস্ট ২০২১

620
0
current affairs
Courtesy: The Financial Express

আন্তর্জাতিক
  • মায়ানমারের সামরিক শাসকদের সঙ্গে সমঝোতা চুক্তি সই করে কৃষি, বিজ্ঞান, পর্যটনসহ ২১ টি উন্নয়ন প্রকল্পে ৬০ লক্ষ ডলার   অর্থ সাহায্য করছে চিন। প্রসঙ্গত সামরিক অভ্যুত্থানের পর সব দেশই মায়ানমারের সঙ্গে দূরত্ব রাখছে। ব্যতিক্রম চিন। সেখানে সেনা অভ্যুত্থানের পিছনে চিনের মদত রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। চিন অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ‌।
  • ফারা সিটি, কুল-ই-কুমরি, ফৈজাবাদ–পশ্চিম ও উত্তর আফগানিস্তানের তিনটি শহর দখল করে নিল তালেবান জঙ্গিরা। যে কোনো স্থান দখল করলেই সেখানকার সরকারি কর্মচারীদের তারা নৃশংসভাবে হত্যা করছে। পালিয়ে আসা শরণার্থীরা এই তথ্য জানিয়েছে।
জাতীয়
  • একজন মানুষের দেহে কোভিশিল্ড ও কো ভ্যাকসিন প্রতিষেধক পর্যায়ক্রমে প্রয়োগের অনুমতি দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে ৩০০ জন স্বেচ্ছাসেবী এই গবেষণায় অংশ নেবেন।
  • হিমাচল প্রদেশের কিন্নরে রেকংপিয়ো- সিমলা সড়কে ধস নেমে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ অন্তত ৫০ জন।
  • এবার জনগণনায় জাতি গণনা করা হবে না সংসদে জানাল কেন্দ্রীয় সরকার।
  • সরকারি চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানে ওবিসি প্রার্থীদের আসন সংরক্ষণ বিষয়ে সংবিধান সংশোধনী বিল পাস হল রাজ্যসভায়। লোকসভায় তা আগেই পাস হয়েছে।
বিবিধ
  • দেশে প্রবীণদের অবস্থা নিয়ে একটি সামগ্রিক রিপোর্ট পেশ করলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায়। দেশের জনসংখ্যায় প্রবীণদের অনুপাতে প্রথম তিনটি রাজ্য হল রাজস্থান মহারাষ্ট্র ও বিহার। পশ্চিমবঙ্গ রয়েছে নবম স্থানে। রিপোর্টটি তৈরি করেছে ইনস্টিটিউট ফর কম্পিটিটিভনেস।
খেলা
  • আইসিসি শ্রেষ্ঠ পুরুষ ও মহিলা ক্রিকেটার জুলাই মাসে আইসিসি শ্রেষ্ঠ পুরুষ ও মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন যথাক্রমে বাংলাদেশের শাকিব আল হাসান এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্টেফানি টেলর।
  • টোকিয়ো অলিম্পিকে  সেরা ১০ ম্যাজিক্যাল মোমেন্টের মধ্যে ১২৫  বছরের প্রথম ভারতীয় হিসাবে ট্র্যাক অ্যান্ন্ড ফিল্ডে নীরজ চোপড়ার  সোনার পদক জয়ের ঘটনাও অন্তর্ভুক্ত করল আইওসি।