কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ অগস্ট ২০২৪

164
0
Current Affairs 23rd August

আন্তর্জাতিক
  • ব্রিটেনে শিক্ষার কারণে যাওয়া ভারতীয় নাগরিকদের সংখ্যা গত এক বছরে কমেছে ২৩ শতাংশ। যদিও এখনো ব্রিটেনে যে সকল বিদেশি ছাত্রছাত্রী পড়তে আসে তাদের মধ্যে সবথেকে বেশি ভারতীয়রাই। মূলত ভিসা নিয়ে কড়াকড়ির জেরে এই ছাত্র-ছাত্রী সংখ্যা কমেছে বলে মনে করা হচ্ছে।
  • নেপালে তানাহুন জেলার চিতওয়ানে মারশিয়াংদি নদীতে একটি বাস পড়ে ২৭ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হল। রাস্তা থেকে দেড়শ ফুট গভীর নদীতে পড়ে যায় বাসটি। প্রসঙ্গত উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে মহারাষ্ট্রের ১০৪ জন তীর্থযাত্রী নিয়ে মোট তিনটি বাস রওনা হয়েছিল। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
 জাতীয়
  • ইউক্রেন সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩০ বছর পর ভারতের কোন প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে গেলেন। রাশিয়ার হামলায় নিহত ইউক্রেনের শিশুদের একটি স্মারকের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে ভারত নিরপেক্ষ অবস্থান নেয়নি, নিয়েছে শান্তির পক্ষে অবস্থান।
  • রিলায়েন্স অনিল ধীরুভাই অম্বানি গোষ্ঠীর প্রধান অনিল অম্বানি এবং আরো ২৪ জন ব্যক্তির এবং সংস্থার বিরুদ্ধে শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা জারি করল বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। অনিল অম্বানির বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি নিজের গৃহঋণ সংস্থা থেকে অন্যায় ভাবে বিভিন্ন অযোগ্য সংস্থাকে ঋণ মঞ্জুর করেছেন। এভাবে ফেরত মিলবে না জেনেও প্রায় নয় হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল বলে সেবি – এর তদন্তে জানা গেছে।
খেলা
  • সুদানের মাত্র ১৬ বছরের অ্যাথলিট গাউট গাউট কুইন্সল্যান্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মাত্র ১০.২ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে সারা বিশ্বের নজর টানলেন।
  • অনূর্ধ্ব কুড়ি সাফ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মলদ্বীপকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছলো ভারত।
  • পাঞ্জাব এফসিকে হারিয়ে ১৩৩ তম ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছলো মোহনবাগান। অন্য কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরু ১-০ গোলে হারিয়ে দিল কেরল ব্লাস্টার্সকে।
বিবিধ
  • ভারতের বাজারে প্রচলিত ১৫৬ টি ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই ওষুধগুলি আদতে শরীরের পক্ষে বিপদজনক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও।