কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ ডিসেম্বর ২০২৩

307
0
Current Affairs 23rd December

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রে পুনরায় পুলিশের গুলিতে মৃত্যু হল একজন কৃষ্ণাঙ্গ তরুণীর। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস-এর ইস্ট এভিনিউ এ। গার্হস্থ হিংসার জন্য পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন নিয়ানি ফিনলেশন নামে ওই মহিলা। এরপর পুলিশ যাওয়ার পর বিবাদ থামাতে পুলিশই গুলি চালায় বলে অভিযোগ। ডেপুটি শেরিফ টি ওয়াই সেলটন গুলি চালিয়েছেন বলে জানা গেছে।
  • গাজায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বোমায় মৃত্যু হল একই পরিবারের ৭৬ জন সদস্যের। রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন প্রকল্পের কর্মী ইসাম আল মোগ্রাফি এবং তাঁর পরিবারের বাকিরা এই হামলায় নিহত হয়েছেন। এদিকে একটি সমীক্ষায় জানা গেছে, ইজরায়েল যুদ্ধের প্রথম মাসে ৯০০ কেজি বা তার বেশি ওজনের বোমা ব্যবহার করেছে। এদিকে আরব সাগরে ইজরায়েলের একটি জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। ওই জাহাজে ২২ জন নাবিক এর মধ্যে ২১ জনই ভারতীয়। তবে এই হামলায় কেউ হতাহত হননি।
 জাতীয়
  • দেশে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৫২ জন সংক্রমিত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৬ জন। কেরলে তিনজনের মৃত্যু হয়েছে । জেএন১ ভ্যেরিয়েন্ট থেকে এই রোগ আবার ছড়াচ্ছে।
  • গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রী হরি কোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল সৌর যান আদিত্য এল১ এর । আগামী ৬ জানুয়ারি সেটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে লাগরাঞ্জ পয়েন্টে পৌঁছবে বলে জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ। সেখান থেকেই সূর্যকে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করবে আদিত্য এল১। পরবর্তী পাঁচ বছর ধরে সূর্য সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটি তথ্য পাঠিয়ে যাবে এই যান।
খেলা
  • ২০২৩ সালে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। এই নিয়ে তারা পঞ্চম বার বিশ্ব ক্লাব কাপ জিতল। এদিন জেড্ডায় প্রতিযোগিতার ফাইনালে তারা ৪-০ গোলে হারিয়ে দিল ব্রাজিলের ফ্লুমিনেন্স দলকে। পেপ গুয়ার্দিওলা ম্যানচেস্টার সিটির কোচ হিসাবে এই অধরা ট্রফিটি পেলেন। এর আগে তিনি ম্যান সিটি কোচ হিসাবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ জিতেছেন।
  • মহিলাদের টেস্টে মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ২৩৩ রান করল। তারা প্রথম ইনিংসে ২১৯ রান করেছিল। ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪০৬ রানে। মহিলাদের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি সর্বোচ্চ রান। অষ্টম উইকেটে ভারতের দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকার জুটিতে রেকর্ড ১২২ রান করেছেন।
  • আই এস এল প্রতিযোগিতায় এফসি গোয়া ৪-১ গোলে হারিয়ে দিল মোহনবাগানকে। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়ে লিগ টেবিল এর শীর্ষস্থানে রয়েছে গোয়া। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে মোহনবাগান রয়েছে চতুর্থ স্থানে।
  • কুলদাকান্ত শিল্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। উত্তর দিনাজপুরে ৯০ বছরের প্রাচীন এই প্রতিযোগিতার ফাইনালে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারিয়ে দিল ওরিয়েন্ট আরটিসি’কে।
 বিবিধ
  • ভারতের মাটিতে পৌঁছল এয়ার বাস সংস্থার এ ৩৫০ – ৯০০ বিমান। টাটা গোষ্ঠীর নেতৃত্বাধীন এয়ার ইন্ডিয়া এই বিমানটি হাতে পেল এয়ার বাসের থেকে। এই প্রথম ভারতে এমন কোন বাণিজ্যিক বিমান চালাবে কোন ভারতীয় সংস্থা। এদিনই তা ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।