প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ‘প্রত্যর্পণ’ করে ‘প্রহসনের বিচার’ চালাতে চাইছে অন্তর্বর্তী সরকার। মুহাম্মদ ইউনূসের স্বার্থরক্ষার জন্যই তা করা হচ্ছে। বিদেশে বসে সমাজমাধ্যমে পোস্ট দিয়ে এমনটাই দাবি করলেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
বাংলাদেশে ‘তোহিদি জনতা’ নামে একটি সংগঠনের নামে একদল মানুষ এক প্রবীণ ‘মুক্তি যোদ্ধাকে’ গলায় জুতোর মালা পরিয়ে দিল। পুলিস ও প্রশাসন এই ঘটনায় এখনও কোনো ব্যবস্থা নেয়নি। উক্ত ব্যক্তিরর নাম আব্দুল হাই। জানানো হয়েছে খুন-সহ ৯টি মামলার আসামি মুক্তিযোদ্ধা আবদুল হাই। যদিও এই ঘটনাকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিন্দা জানিয়েছেন।
দেশ
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চৌধুরী চরণ সিংহের জন্মদিনে জাতীয় কৃষক দিবস পালিত হচ্ছে।
আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরছে পাশ-ফেল প্রথা। কেন্দ্র বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। কোনো পড়ুয়া পঞ্চম বা অষ্টম শ্রেণিতে ফেল করলে সে দু’ মাস পরে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। পড়াশোনার মানোন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর। দেশের ১৮টি রাজ্যে পাশ ফেল প্রথা রয়েছে। বেশ কিছু শিক্ষাবিদ অবশ্য এই ব্যবস্থাকে ফিরিয়ে আনায় গরিব ও প্রান্তিক ছেলেমেয়েদের ‘স্কুলছুটের’ সমস্যা বাড়বেবলে মত ব্যক্ত করেছেন।
রাজরোষে লজ্জা। নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের লেখা বই ‘লজ্জা’ এক সময় বিপুল জনপ্রয়িতা পেয়েছিল। সেই‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকই এ বার নিষিদ্ধ করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে যাতে কোনো রকম অস্থিরতা সৃষ্টি নাহয়, তার জন্যই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। তসলিমা ক্ষুব্ধ হয়েছেন। সম্প্রতি ফিরহাদ হাকিম তসলিমা সম্পর্কে বলেছেন, ‘ধুর, ও আাবার মানুষ নাকি, ধরি না ওকে।‘
খেলা
ভারতের প্রাক্তন অন্যতম ক্রিকেটার দলনায়ক ধোনির একটি বাড়িতে ডায়াগনস্টিক খোলা নিয়ে আইনি বিতর্ক জড়য়েছেন ধোনি।ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য হরমু রোডে জমি দিয়েছিলেন ঝাড়খণ্ডের ত্ৎকালীন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। এখন তদন্ত চলছে।
বিবিধ
হিন্দি চলচ্চিত্রের অন্যতম চিত্রপরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত। তাঁর প্রথম কাহিনি চিত্র ‘অঙ্কুর’ এর মুক্তি পাওয়ার ৫০ বছর পূর্ণ হল। হিন্দি সমান্তরাল ছবির প্রধান পুরোহিতদের একজন তিনি। অঙ্কুর ছবিতে অভিনয় করেই শাবানা আজমি পেয়েছিলেন‘জাতীয় পুরস্কার।‘ শ্যাম বেনেগলের ছবিতেই আত্মপ্রকাশ ঘটেছে স্মিতা পাতিল, অমরীশ পুরী, কুলভূষণ খারবান্দা, নীনা গুপ্ত প্রভৃতির মতোঅভিনেতা অভিনেত্রীদের। ভারতের প্রথম ‘ক্রাউড ফান্ডিং’ ছবি করেছিলন তিনি। সেই ছবির নাম ‘মন্থন।‘ গুজরাতের দুগ্ধ সমবায় নিয়ে তৈরি সেই ছবি। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের সহযোগিতায় অপারেশন বর্গা নিয়ে শ্যাম বেনেগল তৈরি করেছিলেন ‘আরোহণ’ চলচ্চিত্র। তিনি তৈরি করেছেন গান্ধী, নেতাজি এবং মুজিবর রহমানকে নিয়ে জীবনী চিত্র। মুজিবর রহমানের শতবর্ষে তৈরি করেছিলেন। শুধু তাই নয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে তৈরি করেছিলেন তথ্যচিত্র। পাশাপাশি তৈরি করেছিলেন ‘ডিসকভারি অব ইন্ডিয়া’ অবলম্বনে ‘ভারত এক খোঁজ।‘ টিভির পর্দায় খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ভারতেরসংবিধান নিয়ে রাজ্যসভার টিভি সিরিজ করেছিলেন শ্যাম বেনেগল। জীবনে তাঁর তৈরি প্রথম তথ্যচিত্র গুজরাতি ভাষায় তৈরি ‘ঘর বেটা গঙ্গা।‘ জীবনের শেষ দিন পর্যন্ত নতুন ছবি করার কথাই ভেবেছেন। ভারতীয় চলচ্চিত্রে নারী চরিত্রকে এক অন্যমাত্রা দিয়েছিলেন। জন্ম ও বড় হয়ে ওঠা হায়দ্রাবাদে। কোঙ্কনী ব্রাহ্মণ পরিবারের সন্তান। হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়ে পরবর্তী জীবনে চলচ্চিত্রকেই বেছে নিলেন।
বিক্রি হয়ে গেল বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা ‘দ্য অবজারভার’। ১৭৯১ সাল থেকে শুরু করে গত ২৩৩ বছর ধরে নিয়মিত প্রকাশিত হত এই সাপ্তাহিক। টরটয়েজ মিডিয়া ‘দ্য অবজারভারকে’ কিনে নিয়েছে। ১৭৯১ সালে ‘দ্য অবজারভার’ প্রথম প্রকাশিত হয়েছিল। ১৯৯৩ সালে তা গার্ডিয়ান মিডিয়া গ্রুপের অংশ হয়। এই পত্রকাটির বিক্রি হয়ে যাওয়া বা হাত বদলকে মেনে নিতে পারেনি কর্মরত সাংবাদিকরা। তাঁরা প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন।
পশ্চিমবঙ্গে বন থেকে বেরনো বাঘিনি জিনত পথ পালটে নাকি এখন পুরুলিয়ায়।বন দফতর থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে। এরই মধ্যে অসমে এক চা শ্রমিককে বাঘে খেল। নাম বাসুদেব কর্মকার। কলিয়াবর চা-বাগানোর বরলাইন এলাকাতেও রয়্যাল বেঙ্গল টাইগার এক মহিলাকে গুরুতর জখম করেছে।
বোম্বাইয়ের জনপ্রিয় সংগীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য মন্তব্য করেছেন, মহাত্মা গান্ধী ভারতের নয়, পাকিস্তানের জাতির জনক। এই মন্তব্য ঘিরে চলছে বিতর্ক।