কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ ফেব্রুয়ারি ২০২৪

schedule
2024-02-26 | 05:55h
update
2024-02-26 | 05:55h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • চাঁদে সাফল্যের সঙ্গে অবতরণ করল মার্কিন মহাকাশযান ‘ওডিসিয়াস’। চাঁদের দক্ষিণ মেরু বিন্দু থেকে ৩০০ কিমি দূরে একটি খাতে সেটি অবতরণ করেছে। গত ১৫ ফেব্রুয়ারি কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স সংস্থার ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল এই মহাকাশযান। চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের পর দ্বিতীয় দেশ হিসেবে মহাকাশযান অবতরণ করালো মার্কিন যুক্তরাষ্ট্র। এই অভিযান অবশ্যই বেসরকারি সংস্থার উদ্যোগে হয়েছে।
 জাতীয়
  • সারোগেসি আইনে পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। পুরনো আইনে বিবাহিত দম্পতির উভয়ের কোষ ব্যবহারের সংস্থান ছিল। সংশোধিত আইনে যেকোনো একজনের কোষ ব্যবহার করার সংস্থান রয়েছে। সিঙ্গেল মাদাররাও এই আইনের সাহায্যে গর্ভধারণ প্রক্রিয়ায় সন্তানের জন্ম দিতে পারবেন।
  • ‘আমি মালালা ইউসুফযাই নই, আমার দেশ ভারতে আমি স্বাধীন ও নিরাপদে রয়েছি।‘ ব্রিটিশ পার্লামেন্ট আয়োজিত ‘সংকল্প দিবস’এর অনুষ্ঠানে এই বক্তব্য পেশ করলেন কাশ্মীরের সাংবাদিক ইয়ানা মির।
Advertisement

 খেলা
  • রাঁচিতে ভারত ও ইংল্যান্ড-এর মধ্যে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম দিনে ৭ উইকেট হারিয়ে ৩০২ রান তুলল ইংল্যান্ড। ৩১তম টেস্ট শতরান করলেন জো  রুট। তিনি ১০৬ রানে অপরাজিত রয়েছেন। ভারতের বিরুদ্ধে ৫২ ইনিংসে এটি রুটের দশম টেস্ট শতরান। টেস্টে ভারতের বিরুদ্ধে শত রানের ক্ষেত্রে রুটের কৃতিত্বই এক্ষেত্রে সর্বোচ্চ। এদিন টেস্টে অভিষেক হলো বাংলার ডানহাতি পেশার আকাশদীপ সিংয়ের। তিনি প্রথম স্পেলেই তিন উইকেট নিয়েছেন। এদিন জনি বেয়ারস্টোর উইকেট নেওয়ার পর নতুন একটি রেকর্ড গড়লেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন । প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০০ রান এবং ১০০ উইকেট-এর মালিক হলেন।
  • বেঙ্গালুরুর চিন্নাসামী স্টেডিয়ামে শুরু হল মহিলাদের ক্রিকেটের প্রফেশনাল লিগ ডব্লিউ পি এল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে জয়ী হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
বিবিধ
  • জাদু সম্রাট সিনিয়র পি সি সরকার বা প্রতুলচন্দ্র সরকারের ১১১ তম জন্ম দিবস পালিত হল। ২০১২ সালে তাঁর জন্ম শতবর্ষে স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল ভারতীয় ডাক বিভাগ। এবার ছিল তাঁর  ১১১ তম জন্মদিন। এদিন বারুইপুরে খাসমল্লিকে  ইন্দ্রলোক ভবনে বিশ্ব বিখ্যাত জাদুকরদের জীবন নিয়ে একটি সংগ্রহশালা উদ্বোধন করা হল তাঁর পরিবারের তরফে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 08:30:27
Privacy-Data & cookie usage: