কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জানুয়ারি ২০২৪

schedule
2024-01-24 | 06:14h
update
2024-01-24 | 06:14h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • নতুন বছরে বিদেশি ছাত্রদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আরো কঠোর অবস্থান নিল কানাডা প্রশাসন। বিদেশি ছাত্রদের ভিসা এক ধাক্কায় ৩৫ শতাংশ কমানোর কথা জানালো তারা। তাদের দাবি, বাসস্থান সংকটের জন্যই এই সিদ্ধান্ত। সব মিলিয়ে গত বছরের তুলনায় ৩ লক্ষ ৭ হাজার পড়ুয়ার ভিসা কমানো হচ্ছে।
  • গাজায় এক বিস্ফোরণে প্রাণ গেল ইজরায়েলের ২৪ জন সেনার। এদিন একটি গ্রেনেড এসে আছড়ে পড়ে ইজরায়েলের ট্যাংকের ওপর। তার পাশেই ছিল ইজরায়েল সেনাদের বারুদের ভান্ডার। সেখানেই বিস্ফোরণ ঘটে। এই ঘটনার পর গাজার খান-ইউনিশ শহরে আক্রমণের তীব্রতা বহুগুণ বাড়িয়েছে ইজরায়েল।
  • মলদ্বীপ উপকূলে আসতে চলেছে চিনা গুপ্তচর জাহাজ শেয়াং ইয়াং হোং ০৩। এটি মলদ্বীপের রাজধানী মালে বন্দরে নোঙ্গর করা থাকবে।
জাতীয়
  • মরণোত্তর ভারতরত্ন দেওয়া হচ্ছে বিহারের অনগ্রসর শ্রেণীর প্রয়াত নেতা  কর্পূরী ঠাকুরকে। এবছর তাঁর জন্মশতবর্ষ পালন করা হচ্ছে। ২৪ জানুয়ারি কর্পূরী ঠাকুরের শততম জন্ম দিবস। তার আগে এদিন রাষ্ট্রপতি ভবন থেকে তাঁকে জননায়ক আখ্যা দিয়ে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার ঘোষণা করা হলো। বিহারে অনগ্রসর নাই বা নাপিত সম্প্রদায়ের মানুষ ছিলেন তিনি। নিজে মুখ্যমন্ত্রী থাকার সময় অনগ্রসর শ্রেণী, অতি অনগ্রসর শ্রেণী ও অনগ্রসর মুসলিমদের জন্য সরকারি চাকরিতে তিনি ২৮ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। পরে সেই দৃষ্টান্ত অনুসরণ করেই গোটা দেশে ওবিসি সম্প্রদায়ের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ চালু করা হয়। বস্তুত তাঁর দেখানো পথ ধরেই সমাজবাদী পার্টি, জনতা দল (সংযুক্ত), রাষ্ট্রীয় জনতা দল পথ চলে।
  • দেশ জুড়ে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী। পুরনো সংসদ ভবনে তাঁর ছবিতে মাল্যদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে প্রমুখ। কলকাতায় নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানি ব্রিগেডের সদস্যা আশা সহায় চৌধুরী। কলকাতার এলগিন রোডে নেতাজি ভবনে এদিন চতুর্থ কৃষ্ণা বসু স্মারক বক্তৃতায় বক্তব্য পেশ করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডমিনিক লিভেন।
Advertisement

খেলা
  • অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। এদিন তিনি কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন মার্কিন খেলোয়াড় টেলর ফ্রিজকে। এই নিয়ে রেকর্ড ৪৮ বার গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ।
  • এ এফ সি এশিয়ান কাপের ম্যাচে ভারত সিরিয়ার কাছে ০-১ গোলে হেরে গেল। পরপর তিন ম্যাচ হেরে গিয়ে প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেল ভারত।
  • হায়দরাবাদে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল। এই অনুষ্ঠানে সি কে নাইডু জীবন কৃতি সম্মান দেওয়া হল ফারুক ইঞ্জিনিয়ার এবং রবি শাস্ত্রীকে। ঘরোয়া প্রতিযোগিতায় বিগত তিন মৌসুমের জন্য শ্রেষ্ঠ দলের পুরস্কার পেল যথাক্রমে মুম্বই, মধ্যপ্রদেশ এবং সৌরাষ্ট্র ।
  • আই সি সি বর্ষসেরা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হলেন রহিত শর্মা। এই দলে ভারতের শুভমান গিল, বিরাট কোহলি, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও মহম্মদ সামির নাম রয়েছে।
বিবিধ
  • পতনের মুখ দেখল ভারতের শেয়ার বাজার। এদিন শেয়ার সূচক সেনসেক্স কমলো ১০৫৩.১০ অংক এবং নিফটি কমলো ৩৩৩.০০ অঙ্ক। একদিনেই শেয়ার বাজার থেকে ৮.৫ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ খোয়ালেন লগ্নীকারীরা।
  • নামিবিয়া থেকে নিয়ে আসা একটি চিতা তিনটি শাবকের জন্ম দিল। তার নাম জ্বালা। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর তাকে নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই খবর জানিয়েছেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.05.2024 - 10:57:11
Privacy-Data & cookie usage: