আন্তর্জাতিক
- পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান একাধিক মামলায় বর্তমানে জেলবন্দি। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করল বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। লাহোর, করাচি সহ বিভিন্ন স্থানে থাকা দফতরগুলির প্রতি নজরদারি করা হয়েছে এবং ওই দলের সদর দফতর সিল করে দিল পাক পুলিশ। এমনকী ইমরানের দলকে নিষিদ্ধ করার পথেও হাঁটছে বর্তমান পাক সরকার।
- গাজা ইজরায়েল যুদ্ধে সমস্ত জলের কুয়ো ধ্বংস হয়ে গিয়েছে। শুধু খাদ্য নয়, পানীয় জলের জন্যও হাহাকার।
- করোনা মুক্ত হয়ে বাইডেন ফিরলেন হোয়াইট হাউসে। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
- কোটা সংস্কার নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করল বাংলাদেশের হাসিনা সরকার। চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা। শীঘ্রই স্কুল অফিস খুলে জনজীবন স্বাভাবিক হবে বলে জানা যাচ্ছে।
- ইউএস প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের নামই এখন এগিয়ে।
জাতীয়
- নিট-ইউজি পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট। নতুন করে পরীক্ষা নেওয়ার আর্জিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। তবে পাটনা ও হাজারিবাগের পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন ফাঁসের বিষয়টি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। এর পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছন, দুদিনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
- তৃতীয় মোদী সরকারের ২০২৪-২৫ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করল কেন্দ্রীয় সরকার। দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে পর পর সাত বার বাজেট পেশ করার রেকর্ড গড়লেন নির্মলা সীতারামন। বিহার এবং অন্ধ্রপ্রদেশ এই রাজ্য দুটিকে উন্নয়ন ও নির্মাণ খাতে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রকে (এমএসএমই) ভারতীয় অর্থনীতির অক্সিজেন বলে ধরা হয়। এমএসএমই ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা করেছেন অর্থমন্ত্রী সীতারমন। তরুণ প্রজন্মের ঋণগ্রহীতাদের জন্য মুদ্রা ঋণের পরিমাণ বাড়িয়ে ১০ লক্ষ টাকা থেক ২০ লক্ষ টাকা করা হয়েছে। নতুন কর পরিকাঠামোয় স্ট্যান্ডার্ড ডিটাকশনের অঙ্ক ৫০ হাজার থেক বাড়িয়ে ৭৫ হাজার করা হয়েছে। আয় করে বিশেষ ছাড় দেওয়া হয়েছে ৩ লক্ষ টাকা অবধি কোনো কর দিতে হবে না। কৃষিক্ষেত্র বরাদ্দ করা হয়েছে ১.৫২ লক্ষ কোটি টাকা। ৬৩ হাজার গ্রামে পাঁচ কোটি আদিবাসীর জন্য চালু হচ্ছে “প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযান”। দাম কমল, কিছু চিকিৎসাপণ্য,ক্যানসারের তিনটি ওষুধ, সোনা-রুপো, মোবাইল কিছু সামগ্রীর দাম।
- বেকারত্ব দূর করার কথা কিছুটা ভাবা হয়েছে। কাজের সু্যোগ তৈরিতে জোর। ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী কর্মসংস্থান প্যাকেজ। দেশের সেরা ৫০০টি সংস্থায় আগামী পাঁচ বছরে এক কোটি তরুণ-তরুণীকে ইন্টার্ন বা শিক্ষানিবিশ হিসেবে নিয়োগ করতেও সরকার খরচ জোগাবে। নতুন চাকরি হলে তিন রকম উৎসাহ ভাতা নিযুক্ত ও নিয়োগকারীকে। বড় সংস্থায় শিক্ষানিবিশিদের ১২ মাসে ৫০০০ টাকা করে, সঙ্গে এককালীন ৬০০ টাকা পাওয়ার সুবিধা।
খেলা
- কেন্দ্রীয় ক্রীড়া খাতে বিপুল বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বাজেটে মোট বরাদ্দের পরিমাণ হল ৩৪৪২.৩২ কোটি টাকা। গত আর্থিক বছরের তুলনায় ৯০০ কোটি টাকা বেশি। বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে প্রাথমিক স্তরে খেলাধুলার প্রসারে। ২০১৮ সালে “খেলো ইন্ডিয়া” প্রকল্প চালু হয়েছিল। এই প্রকল্পের সঙ্গে “খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস”কেও যুক্ত করা হয় ২০২০ সালে। ২০২৩ সালে শুরু হয় ”খেলো ইন্ডিয়া প্যারা গেমস”। গোটা দেশে একশোটি “খেলো ইন্ডিয়া সেন্টার অব এক্সেলেম্স” তৈরি হয়। অনেক নতুন প্রতিভার আত্মপ্রকাশ ঘটেছে। এই সবক্ষেত্রেই অর্থ বৃদ্ধি করা হয়েছে।
- কলকাতা প্রিমিয়ার লিগে মোহনবাগান–কলকাতা পুলিশের খেলা ১-১ গোলে ড্র হয়।
- নেপালের বিরুদ্ধে মহিলাদের এশিয়া কাপে ৮২ রানে জিতে এশিয়া কাপের শেষ চারে পৌঁছে গেল ভারত। ম্যাচের সেরা হলেন শেফালি বর্মা।
বিবিধ
- সব বিতর্ক সরিয়ে বিধানসভাতেই শপথ নিলেন পশ্চিমবঙ্গের চার বিধায়ক। যদিও বিরোধী দল বিজেপি এই সিদ্ধান্তকে না মেনে বিধানসভা বয়কট করে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করান।