কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জুলাই ২০২৩

schedule
2023-07-25 | 08:15h
update
2023-07-25 | 13:29h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Aaj Tak

আন্তর্জাতিক
  • ইউক্রেনে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এর মধ্যে ওডেসা শহরে তাদের হামলা ছিল সবথেকে ভয়াবহ। সেখানে উনিশটি ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে। দুটি আবাসন ধ্বংস হয়ে গেছে। দুজন প্রাণ হারিয়েছেন জখম হয়েছেন ২২ জন।এদিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় একটি অর্থোডক্স ক্যাথিড্রালে । ওডেসার ঐতিহাসিক ট্রান্সফিগারেশন ক্যাথিড্রালে এদিন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রুশ বাহিনী। প্রাচীন এই গির্জাটি ১৯৩৬ সালে বলশেভিক বিপ্লবের সময় ধ্বংস হয়ে গিয়েছিল। ২৫ বছর আগে সেটিকে নতুন করে গড়ে তোলে ইউক্রেন। এদিনের ক্ষেপণাস্ত্র হামলায় সেটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বাকমুট শহরে প্যালেস অফ কালচার এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এটি ছিল মানবাধিকার কমিশনের একটি দপ্তর।
  • উরুগুয়ের পূর্ব উপকূলে গত দশ দিনে অন্তত দু হাজার পেঙ্গুইনের দেহ ভেসে এল। এর কারণ জানা যায়নি। পরিবেশবিদদের আশঙ্কা, নির্বিচারে ম্যাচে ধরায় তাদের খাদ্য সঙ্কট হতে পারে।
জাতীয়
  • ভিয়েতনামকে আস্ত একটি যুদ্ধ জাহাজ উপহার হিসেবে দিল ভারত। এই যুদ্ধজাহাজের নাম ‘আইএনএস কৃপাণ’। গত ৩০ বছর ধরে এই যুদ্ধজাহাজ ভারতের নৌ বাহিনীর হয়ে কাজ করছে। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এই প্রথম ভারত কোন কর্মরত যুদ্ধজাহাজ অন্য কোন দেশকে উপহার হিসাবে দিল। কূটনৈতিক মহলের ধারণা, সমুদ্রপথে বিশেষত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আধিপত্য রুখতে এই পদক্ষেপ নিল ভারত।
  • ‘প্রজেক্ট টাইগার’ প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। এখন থেকে ‘প্রজেক্ট এলিফ্যান্ট’ এবং ‘প্রজেক্ট টাইগার’ একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে। নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ব্যাঘ্র ও হস্তি সংরক্ষণ ডিভিসন’। ১৯৭৩ সালে দেশে প্রজেক্ট টাইগার চালু হয়।। তখন দেশে বাঘের সংখ্যা কমে হয়েছিল ২৯৯ বর্তমানে দেশে বাঘের সংখ্যা ৩১৬৭।
Advertisement

খেলা
  • কোরীয় ওপেনে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলো সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি চিরাগ শেট্টি জুটি। ফাইনালে তারা হারিয়ে দিল বিশ্বের এক নম্বর জুটি ফজর আলফিয়ান ও মোহাম্মদ রিয়ান আর্দিয়ান্তকে । চলতি বছরে এই ভারতীয় জুটি এই নিয়ে চতুর্থ খেতাব জিতল। এর আগে তারা সুইস ওপেন, এশীয় চ্যাম্পিয়নশিপ এবং ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২২ সালে কমনওয়েলথ গেমসেও এই জুটি সোনা জিতেছে। এদিন তারা টানা ১০ টি ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়লো।
  • কলম্বোতে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান ‘এ’ দল। তারা ফাইনালে ভারত ‘এ’ দলকে ১২৮ রানে হারিয়ে দিল।
  • পোর্ট অফ স্পেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৫৫ রান করল। এদিন ভারতের পেশ বোলার মহম্মদ সিরাজ ৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ভারত দুইকেট খুইয়ে ১১৮ রান করে ইনিংস ডিক্লেয়ার করেছে। প্রথম ইনিংসে ভারত ৪৩৮ রান করেছিল।
  • এবারের অ্যাসেজ সিরিজ আর জেতা হলো না ইংল্যান্ডের। এদিন ওল্ড ট্রাফোর্ডে টেস্ট ড্র হল। এই ম্যাচে জেতার আশা ছিল ইংল্যান্ডের। কিন্তু বৃষ্টির কারণে শেষ দিন একটি বলও খেলা হলো না। সিরিজে ইতিমধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজের বাকি আছে একটিমাত্র টেস্ট।
বিবিধ
  • ইরানে একটি চলচ্চিত্র উৎসবে নিষেধাজ্ঞা জারি করল ইরান সরকার। সেপ্টেম্বর মাসে ইরানি শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশন -এর ত্রয়োদশ চলচ্চিত্র উৎসব হওয়ার কথা ছিল। সেখানে ‘দ্য ডেথ অব ইয়াজদগুয়ের্ড’ ছবিটিও দেখানোর কথা। এই ছবির অভিনেত্রী সুসান তসলিমির একটি ছবি দিয়ে পোস্টার প্রকাশিত হয়েছে যেখানে তিনি হিজাব পরেননি।এই কারণে চলচ্চিত্র উৎসবটি নিষিদ্ধ করা হলো।

২২ জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 10:35:32
Privacy-Data & cookie usage: